তাড়া করছে আতঙ্ক, ঘরবন্দি ৯৭ বছরের বৃদ্ধা

ঘর বন্দি ৯৭ বছরের বৃদ্ধা। কাউকে যে ফোন করবেন সে উপায়ও নেই। উড়ালপুল বিপর্যয়ের পর থেকে বিচ্ছিন্ন সংযোগ। ১ নম্বর বিবেকানন্দ রোড। সর্বনাশা উড়ালপুলের গা ঘেঁষা এই বহুতলের তিনতলায় থাকেন ৯৭ বছরের বৃদ্ধা দুর্গাদেবী টোডি। সঙ্গে থাকেন এক পরিচারিকা। উড়ালপুল বিপর্যয়ের পর থেকেই এলাকার বেশিরভাগ বাড়িতেই টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন। পরিবারের কারুর সঙ্গে যোগাযোগ করতে না পেরে একরাশ আতঙ্ক আর উদ্বেগে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দুর্গাদেবী।

Updated By: Apr 2, 2016, 10:06 AM IST
তাড়া করছে আতঙ্ক, ঘরবন্দি ৯৭ বছরের বৃদ্ধা

কলকাতা : ঘর বন্দি ৯৭ বছরের বৃদ্ধা। কাউকে যে ফোন করবেন সে উপায়ও নেই। উড়ালপুল বিপর্যয়ের পর থেকে বিচ্ছিন্ন সংযোগ। ১ নম্বর বিবেকানন্দ রোড। সর্বনাশা উড়ালপুলের গা ঘেঁষা এই বহুতলের তিনতলায় থাকেন ৯৭ বছরের বৃদ্ধা দুর্গাদেবী টোডি। সঙ্গে থাকেন এক পরিচারিকা। উড়ালপুল বিপর্যয়ের পর থেকেই এলাকার বেশিরভাগ বাড়িতেই টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন। পরিবারের কারুর সঙ্গে যোগাযোগ করতে না পেরে একরাশ আতঙ্ক আর উদ্বেগে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দুর্গাদেবী।

অবশেষে নিজের পরিবারের সঙ্গে কথা বলে এখন অনেকটাই স্বস্তিতে দুর্গাদেবী। আতঙ্ক কাটিয়ে ফের স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা শুরু করেছেন সাতানব্বই বছরের এই মহিলা।

.