৯৪-এর বৃদ্ধের অদম্য মনের জোরের কাছেই হার মানল করোনা, সুস্থ হয়ে ফিরলেন বাড়ি
বৃহস্পতিবার কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ছাড়া হয় তাঁকে। সকলের কাছেই তিনি এক দৃষ্টান্ত তৈরি করলেন।
নিজস্ব প্রতিবেদন: বয়স ৯৪। তিনি পর্যন্ত রাজ্যে তিনিই সবচেয়ে বয়স্ক করোনা রোগী। করোনা থাবা বসিয়েছিল শরীরে। একে বার্ধক্য, তারউপর আবার মারণ এই রোগ, হাল ছেড়ে দিয়েছিলেন পরিবারের সদস্যরাও। কিন্তু পরিবার থেকে শুরু করে চিকিত্সক- সক্কলকে চমকে দিয়ে একেবারে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন সেই বৃদ্ধ। বৃহস্পতিবার কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ছাড়া হয় তাঁকে। সকলের কাছেই তিনি এক দৃষ্টান্ত তৈরি করলেন।
উত্তর কলকাতার বিডন স্ট্রিটের ওই বৃদ্ধের পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন আগে তাঁদেরই এক আত্মীয় করোনা রোগীর সংস্পর্শে আসেন। এরপর হঠাত্ই অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধ। পরীক্ষায় ধরা পড়ে তিনি করোনা আক্রান্ত। ১৩ জুন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
আরও পড়ুন: প্রথমে পুলিস পরিচয় দিয়ে সোনার গয়না খুলে রাখার পরামর্শ, ফের তা নিয়ে চম্পট! অভিনব ছিনতাই
চিন্তিত ছিল পরিবার। কিন্তু যেভাবে চিকিত্সায় সাড়া দিচ্ছিলেন এই বৃদ্ধ, তাতে অবাক হয়ে যান চিকিত্সকরাও। বৃহস্পতিবার দুপুরে সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ওই বৃদ্ধ। এদিন আরও অনেক করোনা রোগীকে সুস্থ করে বাড়ি ফেরাল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল।