মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে জন্ম হল কন্যা সন্তানের

মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে জন্ম হল কন্যা সন্তানের। দেওর ও জায়ের সঙ্গে হাজরায় চিত্তরঞ্জন হাসপাতালে এক আত্মীয়কে দেখতে গিয়েছিলেন অশোকনগরের বাসিন্দা মুমতাজ বেগম। বাড়ি ফেরার জন্য যতীন দাস পার্ক স্টেশন থেকে মেট্রোয় ওঠেন তিনি।

Updated By: Nov 8, 2013, 07:46 PM IST

মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে জন্ম হল কন্যা সন্তানের। দেওর ও জায়ের সঙ্গে হাজরায় চিত্তরঞ্জন হাসপাতালে এক আত্মীয়কে দেখতে গিয়েছিলেন অশোকনগরের বাসিন্দা মুমতাজ বেগম। বাড়ি ফেরার জন্য যতীন দাস পার্ক স্টেশন থেকে মেট্রোয় ওঠেন তিনি।
মেট্রো গিরিশ পার্ক স্টেশনের কাছাকাছি পৌঁছলে প্রসব যন্ত্রনা অনুভব করেন মুমতাজ বেগম। গিরিশ পার্ক স্টেশনে ট্রেন থেকে নামিয়ে আনা হয় তাঁকে। ছুটে আসেন পুলিসকর্মীরা। প্ল্যাটফর্মেই আড়াই কেজি ওজনের  কন্যা সন্তানের জন্ম দেন মুমতাজ। পুলিস কর্মীরাই তাঁকে ও সদ্যোজাতকে নিয়ে যান মেডিক্যাল কলেজ হাসপাতালে। ভর্তি করা হয় তাঁদের। মা ও সদ্যোজাত দু জনেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিত্‍সকেরা।

.