Kolkata: সাতসকালে খালে যুবকের দেহ! ঘটনাস্থলে প্রগতি ময়দান থানার পুলিস
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৯ তারিখ পিসির বাড়িতে বেড়াতে গিয়েছিলেন বিশ্বজিৎ। সেইদিন রাতেই পাশের গ্রামে পুজো উপলক্ষে মেলাতে ঘুরতে গিয়েছিলেন বন্ধুদের সঙ্গে। পরিবারের সদস্যরা জানতে পেরেছেন, সেখানে কোনও একটি মেয়ের হাতে ছোঁয়া লেগেছিল বিশ্বজিতের। এরপর সেই নিয়ে ঝামেলা হয়। মেলায় থাকা লোকজন বিশ্বজিৎকে মারধর করে বলে অভিযোগ।
![Kolkata: সাতসকালে খালে যুবকের দেহ! ঘটনাস্থলে প্রগতি ময়দান থানার পুলিস Kolkata: সাতসকালে খালে যুবকের দেহ! ঘটনাস্থলে প্রগতি ময়দান থানার পুলিস](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/01/12/455452-murder-new.png)
রণয় তেওয়ারি: খালে পড়ে যুবকের দেহ। পিটিয়ে মারার অভিযোগ পরিবারের। ঘটনাস্থলে প্রগতি ময়দান থানার পুলিস।
মৃত যুবকের নাম বিশ্বজিৎ মন্ডল। তাঁর বয়স ১৯ বছর। জানা গিয়েছে মুকুন্দপুর বোঝেরহাট এলাকার বাসিন্দা এই যুবক।
শুক্রবার ভোরে খানাবেরিয়া এলাকার একটি খালে বিশ্বজিতের দেহ ভাসতে দেখা যায়। এই ঘটনায় ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এরপরেই খবর দেওয়া হয় পুলিসকে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৯ তারিখ পিসির বাড়িতে বেড়াতে গিয়েছিলেন বিশ্বজিৎ। সেইদিন রাতেই পাশের গ্রামে পুজো উপলক্ষে মেলাতে ঘুরতে গিয়েছিলেন বন্ধুদের সঙ্গে।
আরও পড়ুন: Gangasagar: মকর সংক্রান্তিতে মোদীকে গঙ্গাসাগরে আমন্ত্রণ মমতার!
পরিবারের সদস্যরা জানতে পেরেছেন, সেখানে কোনও একটি মেয়ের হাতে ছোঁয়া লেগেছিল বিশ্বজিতের। এরপর সেই নিয়ে ঝামেলা হয়।
মেলায় থাকা লোকজন বিশ্বজিৎকে মারধর করে বলে অভিযোগ। তারপর থেকেই আর কোনও খোঁজ মিলছিল না এই যুবকের।
আরও পড়ুন: Justice Abhijit Ganguly: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কবিতার বই প্রকাশিত হবে আসন্ন কলকাতা বইমেলায়?
পরিবারের লোকজন জানান, এই বিষয়ে নিখোঁজের অভিযোগ করেছিলেন তাঁরা। শুক্রবার ভোরবেলায় তাঁরা জানতে পারেন খালের মধ্যে পড়ে রয়েছে বিশ্বজিতের দেহ।
ইতিমধ্যে দেহটি উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। সেই রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে।
এই ঘটনার তদন্তে নেমেছে প্রগতি ময়দান থানার পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)