অভাগীর মৃত্যু প্রতিক্রিয়া--শোকাহত অপর্না সেন, মুকুল বললেন, হেয় করার চেষ্টা। শ্যামল বললেন, পশুর মতো আচরণ পুলিসের
মধ্যগ্রামের নির্যাতিতার মৃত্যু নিয়ে রাজ্য ছাড়িয়ে দেশ সরগরম। দেখে নেব এই মৃত্যু নিয়ে কে কী বলছেন-
মধ্যগ্রামের নির্যাতিতার মৃত্যু নিয়ে রাজ্য ছাড়িয়ে দেশ সরগরম। দেখে নেব এই মৃত্যু নিয়ে কে কী বলছেন-
অপর্না সেন-এই মর্মান্তিক ঘটনায় আমি শোকাহত। এগুলো বন্ধ হোক।
মমতা শর্মা (জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন)- মধ্যমগ্রামে নির্যাতিতার মৃত্যুর ঘটনায় পুলিসের ভূমিকা ঠিক ছিল না বলে মনে করেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন মমতা শর্মা। গোটা ঘটনায় কি ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার তা জানতে চেয়ে আজই মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছে জাতীয় মহিলা কমিশন।
মুকুল রায় (তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক)--- দেশের সামনে সরকারকে হেয় করার চেষ্টা করছে সিপিআইএম। মধ্যমগ্রামের ঘটনা নিয়ে মন্তব্য তৃণমূলের সাধারণ সম্পাদক মুকুল রায়ের। পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে মুকুলবাবুর প্রতিক্রিয়া, সরকারকে হেয় করার চেষ্টা মানুষ ব্যর্থ করছেন। ভোটে তৃণমূলের সাফল্যই তার প্রমাণ।
শ্যামল চক্রবর্তী (সিটু নেতা)-- মধ্যমগ্রামের নির্যাতিতার পরিবারের সঙ্গে পুলিস পশুর মতো আচরণ করছে। অভিযোগ করেছেন সিটু নেতা শ্যামল চক্রবর্তী। দেহ নিয়ে যাওয়া আটকাতে পুলিসের বিরুদ্ধেই ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তিনি।
নির্যাতিতার জবানবন্দি-- মধ্যমগ্রামের নির্যাতিতার মৃত্যু নিয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। নিজে নন, ধর্ষণে অভিযুক্তরাই তাঁর গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল। মৃত্যুর আগে পুলিসকে দেওয়া জবানবন্দিতে একথাই জানিয়েছিলেন নির্যাতিতা। তাঁর বক্তব্য, বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্তরা চড়াও হয়। গায়ে এবং ঘরে আগুন ধরিয়ে দেয় তারা।
নির্যাতিতার বাবা- সন্তানের মৃত্যুতে দিশেহারা বাবার উপর রাতভর চলেছে পুলিসি অত্যাচার। এমনকী পুলিস প্রশাসনের উপস্থিতিতে খুনের হুমকিও দিয়েছে সমাজবিরোধীরা। হুমকি এসেছে শাসকদলের নেতাদের থেকেও। নিজে মুখেই সেই অভিযোগের কথা শোনালেন নির্যাতিতা কিশোরীর বাবা।