প্রবীর চক্রবর্তী: চোখের চিকিৎসা করিয়ে সদ্য দেশে ফিরেছেন। বিদেশে  একটি অনুষ্ঠানে  এবার আমন্ত্রণ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি বছরই অস্ট্রেলিয়া যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Duttapukur Blast: 'কারা বোমাবাজি করেছে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বুঝতে পারছে'


তৃণমূল সূত্রে খবর,  অস্ট্রেলিয়ায় একটি 'লিডারশিপ প্রোগ্রামে' হাজির থাকার থাকার জন্য অভিষেককে আমন্ত্রণ জানানো হয়েছে সেদেশের দূতাবাসের তরফে। বস্তুত, ক্যামাক স্ট্রিটের অফিসে  অফিসে এসেছিলেন অস্ট্রেলীয় হাইকমিশনের আধিকারিকেরা। এরপর জুন মাসে মেল করে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয় অভিষেককে। নবজোয়ার কর্মসূচি  ও পঞ্চায়েতে ভোটের কারণে তখন ব্যস্ত ছিলেন অভিষেক। ফলে এই বিষয়টিতে নজর দিতে পারেননি। সম্প্রতি ফের অস্ট্রেলিয়া থেকে ফের বার্তা এসেছে।


এর আগে,  ২৬ জুলাই চিকিৎসা করাতে বিদেশে গিয়েছিলেন অভিষেকে। দেশে ফিরেছেন ২০ অগাস্ট। সেদিন মেয়ের হাত ধরে কলকাতা বিমানবন্দর থেকে বেরোতে দেখা গিয়েছিল তাঁকে।  


আরও পড়ুন: Duttapukur Blast: নিশানায় রাজ্যের শাসকদল, দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডে NIA তদন্তের দাবি বিজেপি-র



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)