আজ ABVP-র যাদবপুর অভিযান, পাল্টা জমায়েত SFI-এর, অশান্তি এড়াতে কড়া তত্পরতা পুলিসের

আজ, সোমবার যাদবপুর অভিযানের ডাক দিয়েছে আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি।

Updated By: Sep 23, 2019, 12:41 PM IST
আজ ABVP-র যাদবপুর অভিযান, পাল্টা জমায়েত SFI-এর, অশান্তি এড়াতে কড়া তত্পরতা পুলিসের
যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পোস্টারে পোস্টারে ছয়লাপ

নিজস্ব প্রতিবেদন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে ‘হেনস্থা’র প্রতিবাদে এবার পথে গেরুয়া শিবির। আজ, সোমবার যাদবপুর অভিযানের ডাক দিয়েছে আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি।

 

গোলপার্ক থেকে শুরু হবে মিছিল৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট পর্যন্ত৷ তবে ঢাকুরিয়া ব্রিজ শেষ হলেই মিছিল আটকে দেওয়া হবে বলে পুলিস সূত্রের খবর। তার আগেই ঢাকুরিয়া ব্রিজে পুলিস বাহিনী মোতায়েন রয়েছে। অশান্তি  বা কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিস কড়া পদক্ষেপ করেছে। মিছিল কীভাবে কোথায় আটকাতে হবে, তার ব্লু প্রিন্ট ইতিমধ্যেই তৈরি। পাল্টা জমায়েত কর্মসূচি রয়েছে বাম ছাত্র সংগঠন এসএফআই-এর৷

বাবুলের হামলাকারী ‘মাওবাদী’, সুজনকে ‘ধোয়া তুলসিপাতা’ বলে বিস্ফোরক তথাগত

প্রসঙ্গত, বাবুলের ‘হেনস্থা’র প্রতিবাদে গত শুক্রবার রাজ্য দফতর থেকে মিছিল বার করেন বিজেপি নেতৃত্ব। সেখানে উপস্থিত ছিলেন সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়ের মতো প্রথম সারির নেতারা। তবে এদিনের কর্মসূচিতে কেবল ছাত্র নেতাদের ওপরই ভরসা রাখছেন বিজেপি নেতৃত্ব।

এবিভিপি ও এসএফআই-এর জোড়া জমায়েতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণই এখন পুলিসের কাছ কঠিন চ্যালেঞ্জ।

.