WATCH| Acropolis Mall Fire: ৫ মাসের মধ্যে ফের অ্যাক্রোপলিস মলে আগুন! আতঙ্কে সাধারণ মানুষ, কালো ধোঁয়াই ঢাকল মল...
Acropolis Mall Fire: পাঁচ মাস আগে দমকলের ১৫টি ইঞ্জিনের সাহাজ্যে যুদ্ধকালীন তৎপরতার মধ্যদিয়ে আগুন নেভানোর কাজ করেছিল। যদিও সেই ঘটনায় মলের ভেতর আটকে ছিল না এবং সবাই সময় থাকতেই বেড়িয়ে এসেছিল। কিন্তু সেই ঘটনায় প্রশ্ন উঠেছিল মলের অগ্নিনির্বাপক যন্ত্রের কার্যকারিতা নিয়ে।
বিক্রম দাস: আজ থেকে ঠিক পাঁচ মাস চার দিন আগে ভয়াবহ অগ্নিকান্ড হয়েছিল অ্যাক্রোপলিস মলে। জুন মাসে অ্যাক্রোপলিস মলের ফুড কোর্টে আগুন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই গোটা মল ঢেকে যায় কালো ধোঁয়ায়। আতঙ্কে মল থেকে বেরনোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়। ঠিক একই ছবি সোমবার ফের দেখা গেল। এদিন মলের ফুড কোর্টের একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। ওই দোকানের রান্নার জায়গা থেকে আগুন ছড়ায়। কিন্তু মলের নিরাপত্তারক্ষীদের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে সেই আগুন। অ্যাক্রোপলিস মলে ফের অগ্নিকান্ডের ঘটনায় আতঙ্ক ছড়ায় মলে থাকা সকলের মধ্যে।
পাঁচ মাস আগে দমকলের ১৫টি ইঞ্জিনের সাহাজ্যে যুদ্ধকালীন তৎপরতার মধ্যদিয়ে আগুন নেভানোর কাজ করেছিল। যদিও সেই ঘটনায় মলের ভেতর আটকে ছিল না এবং সবাই সময় থাকতেই বেড়িয়ে এসেছিল। কিন্তু সেই ঘটনায় প্রশ্ন উঠেছিল মলের অগ্নিনির্বাপক যন্ত্রের কার্যকারিতা নিয়ে। তখন প্রায় দেড় মাস মল বন্ধ করে রাখা ছিল। যদিও এবারের ভয়াবহতা ততটা ছিল না।
আরও পড়ুন: Kolkata: শহরজুড়ে দু'দফায় শুরু নাকা চেকিং! কসবাকাণ্ডের পর তত্পর পুলিস...
কিন্তু আগুন ছড়িয়ে পড়লে বিরাট ক্ষতি হতে পারত বলে মনে করছেন সকলেই। মল কর্তৃপক্ষদের তরফ থেকে জানানো হয়েছে, যে দোকানে আগুন লেগেছিল, সেখানে কোনভাবে তেল লিক হচ্ছিল সেখান থেকেই সম্ভবত আগুন লাগে। কিন্তু মল কর্তৃপক্ষের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনার পর কিছুক্ষণ মল বন্ধ রাখা হলেও পরে খুলে দেওয়া হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)