আধার আঁধারে ধোঁয়াশা-বিভ্রান্তি গ্যাস ভর্তুকিতে, জিজ্ঞাসা চিহ্ণ বাড়ছে শহরবাসীর
গ্রাহকপিছু ভরতুকির সিলিন্ডারের সংখ্যা ৯ থেকে বাড়িয়ে ১২ করেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। আধার কার্ডের সঙ্গে এলপিজি ও ব্যাঙ্কের লিঙ্ক থাকা গ্রাহকদের ভরতুকির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবার সিদ্ধান্তও আপাতত স্থগিত রেখেছে কেন্দ্র। যদিও ডিলার ও ডিস্ট্রিবিউটাররা বলছেন, আধার নিয়ে নতুন কোনও বিজ্ঞপ্তি তারা পাননি। ফলে নভেম্বরের নির্দেশই বলবত রয়েছে। বাড়ছে বিভ্রান্তি।
গ্রাহকপিছু ভরতুকির সিলিন্ডারের সংখ্যা ৯ থেকে বাড়িয়ে ১২ করেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। আধার কার্ডের সঙ্গে এলপিজি ও ব্যাঙ্কের লিঙ্ক থাকা গ্রাহকদের ভরতুকির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবার সিদ্ধান্তও আপাতত স্থগিত রেখেছে কেন্দ্র। যদিও ডিলার ও ডিস্ট্রিবিউটাররা বলছেন, আধার নিয়ে নতুন কোনও বিজ্ঞপ্তি তারা পাননি। ফলে নভেম্বরের নির্দেশই বলবত রয়েছে। বাড়ছে বিভ্রান্তি।
আধার লিঙ্ক বা ডায়রেক্ট বেনিফিট ট্রান্সপার অফ এলপিজি (DIRECT BENEFIT TRANSFER OF LPG) নিয়ে নভেম্বরের জারি হওয়া নির্দেশই বহাল রয়েছে বলে শহরের এলপিজি ডিলার ও ডিস্ট্রিবিউটারদের দাবি।
INDIAN OIL CORPORATION এর তালিকায় সোমবার ১৪.২কেজির সিলিন্ডারের দাম ১৬৬৯ টাকা। ভরতুকির গ্রাহকদের ক্ষেত্রে বছরে ১২টি সিলিন্ডারের দাম ৪১৬ টাকা। কেন্দ্রের নয়া নির্দেশ অনুযায়ী গ্রাহকদের সিলিন্ডার পিছু ৪১৬ টাকা করেই দেবার কথা। অথচ ইতিমধ্যেই আধার লিঙ্ক হয়ে গেছে এমন গ্রাহকদের কাছ থেকে বাজারদর নিচ্ছেন ডিলাররা। বাকি টাকা ভরতুকি হিসেবে জমা পড়ছে ব্যাঙ্কে।
শহরে এই মুহূর্তে এলপিজি গ্রাহকের সংখ্যা ১৪ লক্ষ। মাত্র ৩২ শতাংশের আধার লিঙ্ক হয়েছে। আধার আছে এবং নেই এরকম ২ গ্রাহকের কাছে ভরতুকি সমেত বা ভর্তুকি ছাড়া পৃথক দাম নেওয়া হচ্ছে।