গ্রেফতারি এড়াতে সব রকম আইনি প্রস্তুতি নিয়ে মুর্শিদাবাদ ফিরছেন অধীর চৌধুরী
অধীর চৌধুরীকে কি দিল্লি থেকে গ্রেফতার করতে পারে পুলিস? তিনি কি উচ্চতর আদালতে আগাম জামিনের আবেদন জানাতে পারেন? দেখে নেব আইনে কী বলেছে।
অধীর চৌধুরীকে কি দিল্লি থেকে গ্রেফতার করতে পারে পুলিস? তিনি কি উচ্চতর আদালতে আগাম জামিনের আবেদন জানাতে পারেন? দেখে নেব আইনে কী বলেছে।
তৃণমূল কংগ্রেস কর্মী খুনের মামলায় অভিযুক্ত রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী।
অধীর চৌধুরীর বিরুদ্ধে ৩০২ ধারায় খুন, ১২০ বি ধারায় ষড়যন্ত্র এবং ৩৪ নম্বর ধারায় অনেকে মিলে অপরাধের অভিযোগ আনা হয়েছে।
এখন কোন কোন পথ খোলা রয়েছে অধীর চৌধুরীর সামনে? প্রশ্ন এক, অধীর চৌধুরী কি উচ্চতর আদালতে যেতে পারেন?
যে কোনও ব্যক্তিই উচ্চ আদালতে গিয়ে আগাম জামিনের আবেদন করতে পারে। অধীর চৌধুরীও উচ্চ আদালতে যাচ্ছেন বলে খবর। প্রস্তুতি শুরু হয়ে গেছে।
প্রশ্ন দুই, কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতারের জন্য কোনও অনুমতি লাগে কি?
ফৌজদারি মামলার ক্ষেত্রে কোনও অনুমতির প্রয়োজন হয় না। তাঁকে যে কোনও সময়েই গ্রেফতার করা যেতে পারে।
প্রশ্ন তিন, গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে? তাঁকে কি দেশের যে কোনও প্রান্ত থেকে গ্রেফতার করা যেতে পারে?
আইনে বলা হয়েছে দেশের যেকোনও প্রান্ত থেকে গ্রেফতার করা যাবে। দিল্লিতে থাকলেও যে কোনও দিন গ্রেফতার হতে পারেন অধীর চৌধুরী।
প্রশ্ন চার, এই অবস্থান কী করবেন অধীর চৌধুরী?
তিনি কি জেলায় যাবেন?
অধীর চৌধুরী নিজেই জানিয়েছেন তিনি জেলায় যাবেন।
কংগ্রেসের অন্দরের খবর সবরকম আইনি প্রস্তুতি নিয়েই মুর্শিদাবাদে পা রাখবেন অধীর চৌধুরী। তবে দিল্লিতে গিয়েই অধীর চৌধুরীকে কেন গ্রেফতার করছে না পুলিস, সেই প্রশ্নের কোনও উত্তর মেলেনি।