নিউ টাউনের সিলিকন ভ্যালিতে আদানির হাইপার ডেটা সেন্টার! ঘোষণা পার্থ চট্টোপাধ্যায়ের

'বিধানসভার আসন্ন অধিবেশনে ৬ বিল আনা হবে।  ৯ তারিখ সর্বদল বৈঠক ডেকেছেন স্পিকার'।

Updated By: Jun 6, 2022, 04:46 PM IST
নিউ টাউনের সিলিকন ভ্যালিতে আদানির হাইপার ডেটা সেন্টার! ঘোষণা পার্থ চট্টোপাধ্যায়ের

নিজস্ব প্রতিবেদন: 'বিধানসভার আসন্ন অধিবেশনে ৬ বিল আনা হবে।  ৯ তারিখ সর্বদল বৈঠক ডেকেছেন স্পিকার'। জানালেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, সল্টলেক সেক্টর ৫-এ বেঙ্গল টেক পার্ক তৈরির সিদ্ধান্তও ঘোষণা করলেন তিনি।

হাতে আর বেশি সময় নেই।  ১৩ জুন থেকে শুরু হচ্ছে বিধানসভার বাদল অধিবেশন। উত্তরবঙ্গে সফরে যাওয়া আগে, এদিন নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক সেরে নিলেন মুখ্য়মন্ত্রী। রাজ্যপালকে সরিয়ে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসানোর প্রস্তাব পাস হয়ে গেল বৈঠকে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদে শিক্ষামন্ত্রীকে বসানোর সিদ্ধান্তেও সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। এবার বিধানসভা বিল পেশ করা হবে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: Madan Mitra On Dilip Ghosh: 'মানসিক সমস্যা হয়েছে, একটু হট হয়ে গিয়েছেন', মদন বাণে 'বিদ্ধ' দিলীপ

আর কী কী সিদ্ধান্ত হল মন্ত্রিসভার বৈঠকে? এদিন বিধানসভায় সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'আমরা সিলিকন ভ্যালিতে বেঙ্গল টেক পার্ক তৈরি করছি। হিডকোর কাছে হাইপার ডেটা সেন্টার তৈরি করতে চেয়ে আবেদন ররে আদানি গোষ্ঠী। সেটি আজকের মন্ত্রিসভার বৈঠক অনুমোদন পায়। দ্বিতীয়ত খড়গপুরে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে ৪ কোম্পানিকে সাইকেল হাব তৈরির জন্য জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে'।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.