বিধ্বংসী আগুন মধ্য কলকাতার চামড়ার গুদামে

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল মধ্যকলকাতার একটি চামড়ার গুদাম। সকাল সাড়ে ১০টা নাগাদ হঠাত্‍ই এজেসি বোস রোডের ওই ৩ তলায় চামড়ার গুদামে আগুনে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই খবর দেন দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে দমকলের ১০টি ইঞ্জিন।

Updated By: Apr 17, 2012, 01:00 PM IST

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল মধ্য কলকাতার একটি চামড়ার গুদাম। সকাল সাড়ে ১০টা নাগাদ হঠাত্‍ই এজেসি বোস রোডের ওই তিনতলা চামড়ার গুদামে আগুনে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই খবর দেন দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে দমকলের ১০টি ইঞ্জিন। তড়িঘড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে ঘটনাস্থলে যায় আরও ২টি ইঞ্জিন। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানা যাচ্ছে।
অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর না থাকলেও ধোঁয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন ৩ জন স্থানীয় বাসিন্দা। অসুস্থদের ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। শর্টসার্কিট থেকেই গুদামে আগুন লেগেছে বলে প্রথামিকভাবে অনুমান দমকলের। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী জাভেদ খান।

.