আলিপুর থানা হামলা: বিবাদের মূলে সরকারি জমি

আলিপুরে থানায় হামলার পিছনে রয়েছে একটি সরকারি জমি । বিধান রায় কলোনির বাসিন্দাদের দাবি,  রাজনৈতিক আশ্বাস ছিল  জমির অংশ তাঁরাও পাবেন!  বাস্তবে  তা হয়নি। উল্টে কলোনির বাসিন্দাদের দাবি, যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁরাই শুক্রবার পুলিসের সঙ্গে তাঁদের ঝামেলা বাধিয়ে দেয়।

Updated By: Nov 15, 2014, 09:19 PM IST

কলকাতা: আলিপুরে থানায় হামলার পিছনে রয়েছে একটি সরকারি জমি । বিধান রায় কলোনির বাসিন্দাদের দাবি,  রাজনৈতিক আশ্বাস ছিল  জমির অংশ তাঁরাও পাবেন!  বাস্তবে  তা হয়নি। উল্টে কলোনির বাসিন্দাদের দাবি, যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁরাই শুক্রবার পুলিসের সঙ্গে তাঁদের ঝামেলা বাধিয়ে দেয়।

আলিপুরে পূর্ত দফতরের ৫৩ কাঠা জমিতেই  বিধানচন্দ্র রায় কলোনি। এই জমিতেই ধনধান্য প্রকল্পের কাজ শুরুর কথা হয়েছে।ওই জমি থেকে  প্রতিটি পরিবারের জন্য  দু কাঠা জমি ও একটি ক্লাব ঘরের দাবি তোলেন স্থানীয় বাসিন্দারা। বাসিন্দাদের সঙ্গে  আলোচনার পর জমি চিহ্নিতও করেন পূর্ত দফতরের আধিকারিকরা।

অভিযোগ শুক্রবার নির্ধারিত  সীমানা পেড়িয়ে পাঁচিল তোলার কাজ শুরু হয়। তাতেই শুরু হয় সমস্যা।  

কলোনির বাসিন্দাদের দাবি জমির অংশ তাঁদের দেওয়া হবে। এই মর্মে রাজনৈতিক আশ্বাস পয়েছিলেন তাঁরা।

বাসিন্দাদের আরও দাবি, তাঁদের সঙ্গে উদ্দেশ্যপ্রণদিত ভাবে সংঘাত বাধিয়ে দেওয়া হয় পুলিসের।

শুক্রবারের ঘটনার পর শনিবার আর কাজ হয়নি ওই জমিতে। বন্ধ রয়েছে সরকারের ধনধান্য প্রকল্পের কাজ।

 

.