পার্টি অফিস ভাঙচুর, বিজেপির মহিলা কর্মীকে মাধররের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

অভিযোগ, ৩৫ নম্বর ওয়ার্ডের ওই পার্টি অফিসটি বর্তমানে বিজেপির দখলে। সেখানকার মহিলা মোর্চার জেনারেল সেক্রেটারির পদে রয়েছেন রিতা রজক। 

Updated By: Feb 17, 2021, 04:35 PM IST
পার্টি অফিস ভাঙচুর, বিজেপির মহিলা কর্মীকে মাধররের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: পার্টি অফিস দখলকে কেন্দ্র করে ধুন্ধুমার। বুধবার বেলা সাড়ে ১২টা নাগাদ  বেলেঘাটা থানা এলাকার কবি সুকান্ত সরণিতে ঘটনাটি ঘটেছে। বিজেপির মহিলা কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগও উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, ৩৫ নম্বর ওয়ার্ডের ওই পার্টি অফিসটি বর্তমানে বিজেপির দখলে। সেখানকার মহিলা মোর্চার জেনারেল সেক্রেটারির পদে রয়েছেন রিতা রজক। 

আরও পড়ুন:  ভোটে দাঁড়াচ্ছেন সাধন কন্যা, বসিরহাট দক্ষিণে প্রার্থী হচ্ছেন শ্রেয়া পান্ডে?

রিতা দেবীর অভিযোগ, এ দিন তৃণমূল কর্মীরা তাঁর পার্টি অফিস দখল করে নেয়। বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করে। এমনকি তাঁর ঘরের সমস্ত জিনিসপত্র ভেঙে দিয়েছে বলেও অভিযোগ। যদিও সমস্ত অভিযোগ  অস্বীকার করেছেন তৃণমূল কর্মীরা। তাঁদের পালটা দাবি ওই পার্টি অফিসট তাঁদেরই। যিনি অভিযোগ করছেন তিনিও এক সময়ে তৃণমূল করতেন। দলের দাবি তৃণমূলের পার্টি অফিস দখল করেছে বিজেপি। সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বেলেঘাটা থানার পুলিশস কর্মীদের। 

.