শহরের রাস্তায় শাটেল ট্যাক্সিতে মহিলাকে শ্লীলতাহানি

চলন্ত গাড়িতে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। গ্রেফতার হল গাড়ির চালক। কৈখালি থেকে বিমানবন্দর যাওয়ার জন্য একটি শাটেল ট্যাক্সিতে ওঠেন এয়ারপোর্টের কর্মী ওই মহিলা। অভিযোগ, এরপরই গাড়ির মধ্যেই মহিলার শ্লীলতাহানি শুরু হয়।

Updated By: Jul 13, 2017, 11:36 AM IST
শহরের রাস্তায় শাটেল ট্যাক্সিতে মহিলাকে শ্লীলতাহানি

ওয়েব ডেস্ক : চলন্ত গাড়িতে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। গ্রেফতার হল গাড়ির চালক। কৈখালি থেকে বিমানবন্দর যাওয়ার জন্য একটি শাটেল ট্যাক্সিতে ওঠেন এয়ারপোর্টের কর্মী ওই মহিলা। অভিযোগ, এরপরই গাড়ির মধ্যেই মহিলার শ্লীলতাহানি শুরু হয়।

বারবার গাড়ি থামানোর জন্য অনুরোধ করেন মহিলা। তাতে কর্ণপাত করেনি গাড়ি চালক। গাড়ি নিয়ে এগিয়ে যেতে থাকে সে। বিমানবন্দরের কাছে পৌঁছলে গাড়ি থেকে নেমে পালায় সামনে বসা সহযাত্রী। ট্যাক্সি থেকে নেমে মহিলা পুলিসের কাছে অভিযোগ জানান মহিলা। গ্রেফতার করা হয় গাড়ি চালক উদয় কুমারকে।

আরও পড়ুন, হাওয়ালা তদন্তে আয়কর কর্তার সল্টলেকের বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা

.