শেষবেলায় সৌমিত্রর স্মৃতিমন্থন করে টুইট করলেন অমিতাভ বচ্চন
অত্যন্ত ভদ্র মানুষ ও প্রতিভাশালী, স্মৃতিচারণা অমিতাভের।
নিজস্ব প্রতিবেদন: বেলা ১২.১৫ নাগাদ সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণের ঘোষণা করেন মিন্টো পার্কের বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। রাত সাড়ে ১১টা নাগাদ টুইটারে শোকপ্রকাশ করলেন বাংলার জামাইবাবু অমিতাভ বচ্চন। লিখলেন, 'সৌমিত্র চট্টোপাধ্যায় কিংবদন্তী অভিনেতা'।
বলিউডের মেগাস্টার টুইট করেছেন,'সৌমিত্র চট্টোপাধ্যায় কিংবদন্তী। ফিল্ম ইন্ড্রাস্ট্রির অন্যতম শক্তিশালী স্তম্ভের পতন হল। অত্যন্ত ভদ্র মানুষ ও প্রতিভাশালী। কলকাতা আন্তর্জাতিক ফিল্ম উৎসবে শেষ সাক্ষাৎ হয়েছিল। আত্মার শান্তিতে প্রার্থনা করছি।'
T 3722 - Soumitra Chatterjee .. an iconic legend .. one of the mightiest pillars of the Film Industry, .. has fallen .. a gentle soul and abundant talent .. last met him at the IFFI in Kolkata ..
Prayers .. pic.twitter.com/GSFYacxKCh
— Amitabh Bachchan (@SrBachchan) November 15, 2020
রবিবার শেষ হল একটা অধ্যায়। সমাপ্তি ঘটল একটা যুগের। দুপুর ১২.১৫ নাগাদ চিকিৎসকরা জানিয়ে দেন, প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়। কোটি কোটি বাঙালির মনে তখন স্বজন হারানো বিষাদ। কিংবদন্তী চলে যাওয়ার দুঃখ। বেলভিউ হাসপাতাল থেকে শেষ বারের জন্য বেরোলেন বাঙালির আইকন সৌমিত্র চট্টোপাধ্যায়। বেলভিউ থেকে প্রথমে অভিনেতার বাসভবন, সেখান থেকে টেকনিশিয়ান স্টুডিও, রবীন্দ্রসদন হয়ে শববাহি শকট পৌছয় কেওড়াতলা মহাশ্মশানে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়, চোখের জলে বিদায় নিল একটা প্রতিষ্ঠান।শেষশ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন সৌমিত্রবাবুর অগণিত ভক্ত।
আরও পড়ুন- বিছানায় শুয়েই 'ঘনিষ্ঠ' সৌমিত্রর প্রয়াণে শোকবার্তা বুদ্ধদেব ভট্টাচার্যের