যোগ্যতা থাকা সত্ত্বেও এসএসসি পরীক্ষা দিয়ে চাকরি পাননি অনেকে, বিস্ফোরক মন্তব্যের পর স্কুল সার্ভিস কমিশনের কোপে উপসচিব

যোগ্যতা থাকা সত্ত্বেও এসএসসি পরীক্ষায় অনেকে চাকরি পাননি। শুধু তাই-ই নয়, যোগ্যতামানের নীচে থাকা অনেক প্রার্থীও চাকরি পেয়েছেন। আর এই সবকিছুই জানতেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। এই বিস্ফোরক মন্তব্য করায় কমিশনের চেয়ারম্যানের কোপে পড়েছেন কমিশনেরই উপসচিব অমিতেশ বিশ্বাস। এসএসসির চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য জানিয়েছেন, তাঁর কাছে অভিযোগ না জানিয়ে সংবাদমাধ্যমে মুখ খোলায় তাঁকে ফের পুরনো জায়গাতেই ফেরত পাঠানো হচ্ছে। প্রাথমিকে টেট কেলেঙ্কারির পর এ বার স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়েও দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এল। আর এ বার বিস্ফোরণটা ঘটালেন খোদ কমিশনের উপসচিব অমিতেশ বিশ্বাস।

Updated By: Apr 8, 2014, 08:34 AM IST

যোগ্যতা থাকা সত্ত্বেও এসএসসি পরীক্ষায় অনেকে চাকরি পাননি। শুধু তাই-ই নয়, যোগ্যতামানের নীচে থাকা অনেক প্রার্থীও চাকরি পেয়েছেন। আর এই সবকিছুই জানতেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। এই বিস্ফোরক মন্তব্য করায় কমিশনের চেয়ারম্যানের কোপে পড়েছেন কমিশনেরই উপসচিব অমিতেশ বিশ্বাস। এসএসসির চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য জানিয়েছেন, তাঁর কাছে অভিযোগ না জানিয়ে সংবাদমাধ্যমে মুখ খোলায় তাঁকে ফের পুরনো জায়গাতেই ফেরত পাঠানো হচ্ছে। প্রাথমিকে টেট কেলেঙ্কারির পর এ বার স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়েও দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এল। আর এ বার বিস্ফোরণটা ঘটালেন খোদ কমিশনের উপসচিব অমিতেশ বিশ্বাস।

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ-দুর্নীতি নিয়ে সোমবার সরাসরি সংবাদমাধ্যমে বোমা ফাটান অমিতেশবাবু। বলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষায় অনেক প্রার্থীকে উত্তীর্ণ করানো হয়নি।আবার যোগ্যতামানের নিচের দিকে থাকা অনেকেও চাকরি পেয়েছেন। আর এ সবই জানতেন খোদ চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য।

অমিতেশবাবুর এই প্রকাশ্য মন্তব্যের পর পাল্টা আঘাত হানতে দেরি করেননি চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। তড়িঘড়ি অমিতেশবাবুকে সরিয়ে দেওয়া হয় দায়িত্ব থেকে। চেয়ারম্যানের দাবি,অমিতেশবাবুর একটাই অপরাধ। তাঁর কাছে অভিযোগ না জানিয়ে অমিতেশবাবু সরাসরি সংবাদমাধ্যমের কাছে মুখ খুলে কমিশনের নিয়ম ভেঙেছেন।

অমিতেশবাবুকে আপাতত পাঠানো হয়েছে কম্পালসারি ওয়েটিংয়ে। যদিও সুবীরেশ ভট্টাচার্যের দাবি, তাঁকে কম্পালসারি ওয়েটিং পাঠানো হয়নি।

লোকসভা নির্বাচনের মুখে এ ভাবে মুখ খোলায় কি বিতর্ক ঢাকতে তড়িঘড়ি এসএসসির উপসচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হল অমিতেশ বিশ্বাসকে? তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

.