ফিফার বিচারে বিংশ শতাব্দীর ভারতের সেরা ফুটবলারের নাম প্রদীপ কুমার ব্যানার্জ্জী। পদ্মশ্রী এবং অর্জুন পুরস্কারে ভূষিত পি কে ব্যানার্জ্জী ভারতীয় দলের হয়ে ৮৪ টি ম্যাচে ৬৫ টি গোল করেছেন। ভারতীয় ফুটবলের সর্বকালের সেরা এই রাইট উইঙ্গার ১৩ বছর জাতীয় দলের জার্সি গায়ে খেলার পর দীর্ঘদিন কোচিং করিয়েছেন জাতীয় দলকে। ইস্টার্ন রেলের এই প্রাক্তন ফুটবলার ময়দানের তিন প্রধানের প্রশিক্ষকের দায়িত্বও পালন করেছেন কৃতিত্বের সঙ্গে। কলকাতা ময়দানের এক বর্ণময় চরিত্র পি কে ব্যানার্জ্জী।
English Title:
ananya_samman_2011_p_k_banerjee
Home Title:
ময়দানে বর্ণময়, ২৪-র অনন্য প্রদীপ কুমার ব্যানার্জ্জী
No
20844
Is Blog?:
No
Section: