জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। দুটো হাত নেই তাঁর। সংসারে রোজগেরে বলতে বাবা। শ্রমিকের কাজ করেন। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার কাছে হার মানেননি শোভা। অদম্য জেদে লেখা পড়া চালিয়ে গেছেন। এম এ পাস করেছেন। করেছেন কম্পিউটারে ডিপ্লোমাও। এখন এক প্রথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। সমসার সামলানোর পাশাপাশি ভাইবোনের পড়াশোনার ভারও তাঁরই কাঁধে। শোভা অদম্য মানসিক জোরে জয় করেছেন প্রতিবন্ধকতা। তৈরি করেছেন দৃষ্টান্ত।
English Title:
ananya_samman_shobha_majumder
Home Title:
প্রতিবন্ধকতা তোমার কাছে হার মানে, তুমি ২৪-র অনন্য সাধারণ
No
20847
Is Blog?:
No
Section: