টেট কেলেঙ্কারিতে অভিযুক্তর পাশেই দাঁড়ালেন শিক্ষামন্ত্রী, তদন্তের দাবি তুললেন ২৪ ঘণ্টার ইনপুট এডিটর অঞ্জন বন্দ্যোপাধ্যায়

টেট কেলেঙ্কারিতে অভিযুক্তের পাশেই দাঁড়ালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ২৪ ঘণ্টার স্টিং অপারেশনে ফাঁস হয়েছে সুরঞ্জনা চক্রবর্তীর বিস্ফোরক অডিও টেপ। অভিযুক্তকেই উদ্ধৃত করে শিক্ষামন্ত্রী বলেছেন, ওই টেপের কণ্ঠস্বর আদৌ সুরঞ্জনা চক্রবর্তীর নয়। কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে। চব্বিশ ঘণ্টার চ্যালেঞ্জ, কণ্ঠস্বর বিকৃত করা হলে মামলা করুন শিক্ষামন্ত্রী।

Updated By: Jan 27, 2014, 09:57 PM IST

টেট কেলেঙ্কারিতে অভিযুক্তের পাশেই দাঁড়ালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ২৪ ঘণ্টার স্টিং অপারেশনে ফাঁস হয়েছে সুরঞ্জনা চক্রবর্তীর বিস্ফোরক অডিও টেপ। অভিযুক্তকেই উদ্ধৃত করে শিক্ষামন্ত্রী বলেছেন, ওই টেপের কণ্ঠস্বর আদৌ সুরঞ্জনা চক্রবর্তীর নয়। কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে। চব্বিশ ঘণ্টার চ্যালেঞ্জ, কণ্ঠস্বর বিকৃত করা হলে মামলা করুন শিক্ষামন্ত্রী।

শনিবার টেট কেলেঙ্কারির পর্দা ফাঁস করেছিল চব্বিশ ঘণ্টা। স্টিং অপারেশনে ফাঁস হয়েছিল শিক্ষা আধিকারিক সুরঞ্জনা চক্রবর্তীর বিস্ফোরক বক্তব্য। সেদিনই বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছিলেন শিক্ষামন্ত্রী। দুদিন পর এ নিয়ে মুখ খুললেন তিনি। ২৪ ঘণ্টার ইনপুট এডিটর অঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেন, "কণ্ঠস্বর বিকৃত করা হলে বুঝতে দেরি হল কেন? সুরঞ্জনা চক্রবর্তীর প্রেস বিবৃতি কোথায়?" অন্যদিকে সুরঞ্জনা চক্রবর্তীর ওপরই আস্থা শিক্ষামন্ত্রীর। তাই তদন্তের দাবি উড়িয়েই দিয়েছেন তিনি।

প্রধান অভিযুক্তেই আস্থা শিক্ষামন্ত্রীর? তদন্ত করতে অনীহা কেন?

.