Saltlake: পুলিস সূত্রের খবর, ওই বৃদ্ধার নাম ছায়া সেনগুপ্ত। পেশায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। সদ্য স্বামীকে হারিয়েছেন তিনি। সল্টলেকে পূর্বাচল এলাকার বাড়িতে এখন একাই থাকেন ছায়া। কাজের লোকও রাখেননি। ঘড়িতে তখন আটটা। গতকাল, শনিবার সকালে ইন্টারনেট পরিষেবার দেওয়ার নাম করে বাড়িতে হাজির হন দুই যুবক। এরপর বাড়িতে ঢুকে ইঞ্জেকশন দিয়ে ওই বৃদ্ধাকে অজ্ঞান করে তারা বাড়িতে লুঠপাঠ চালায় অভিযোগ।
Updated By: Nov 24, 2024, 09:03 PM IST
জি ২৪ ঘণ্টা ডিজিটাস ব্যুরো: নিশানায় একাকী বৃদ্ধা। ইন্টারনেট পরিষেবা দেওয়ার নামে ডাকাতি! দিনদুপুরে বাড়ি থেকে নগদ ২ লক্ষ ৮০ হাজার টাকা ও সোনার গয়না লুঠ করল দুষ্কৃতীরা। অভিযোগ পেয়ে তত্পর পুলিস। গ্রেফতার ১। চাঞ্চল্য সল্টলেকে।
পুলিস সূত্রের খবর, ওই বৃদ্ধার নাম ছায়া সেনগুপ্ত। পেশায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। সদ্য স্বামীকে হারিয়েছেন তিনি। সল্টলেকে পূর্বাচল এলাকার বাড়িতে এখন একাই থাকেন ছায়া। কাজের লোকও রাখেননি। ঘড়িতে তখন আটটা। গতকাল, শনিবার সকালে ইন্টারনেট পরিষেবার দেওয়ার নাম করে বাড়িতে হাজির হন দুই যুবক। এরপর বাড়িতে ঢুকে ইঞ্জেকশন দিয়ে ওই বৃদ্ধাকে অজ্ঞান করে তারা বাড়িতে লুঠপাঠ চালায় অভিযোগ।
ছায়া বলেন, 'ইন্টারনেট সারিয়ে দেওয়ার জন্য ডেকেছিলাম। কিন্তু শুভঙ্কর মুখোপাধ্যায় একজন ছিল, তাকে চিনতে পারিনি। আমার বর সদ্য ব্রেইন স্টোকে মারা গিয়েছে। মাথায় ঢুপি পড়েছিল, শুধু চোখ দুটি খোলা ছিল। ইন্টারনেটের লোকটা আমার গলা চেপে ধরে, আমার ইঞ্জেকজন দিয়ে গা থেকে গয়নাগুলি খুলে নেয়। আমি অজ্ঞান হয়ে যাই। আলমারি থেকে আর যা গয়না ছিল, টাকা পয়সা নিয়ে সব..গেটে চাবি দিয়ে ভিতর দিয়ে ছুড়ে দিয়ে চলে যায়। আমার যখন ১৫ মিনিট পরে জ্ঞান আসে, বাইরে গিয়ে চেঁচামিচি করি। সকলে মিলে পুলিসে খবর দেয়'। জানান, 'দু'জন এসেছিল। দু'জনই পূর্ব পরিচিত। এক সপ্তাহ আমার স্বামীকে দেখেছে। ইঞ্জেকশন দেওয়া, খাওয়ানো সবকিছু করত'।
এদিকে অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিস। পুলিসের তরফে জানানো হয়েছে, 'ধৃত ব্য়ক্তি নার্সিং কেয়ার গিভার। যখন এই ব্যক্তি অসুস্থ ছিলেন, তখন নার্সিং পরিষেবা দেওয়ার জন্য ২৪ ঘণ্টা ছিলেন। ঘরে কোথায় কী রাখা আছে, তখন দেখে নিয়েছিলেন। সেটা কাজে লগিয়ে, বয়সের সুযোগ নিয়ে এই ঘটনা ঘটিয়েছেন। সেকথা স্বীকারও করেছেন'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.