খুনের রাজনীতিতে বিশ্বাস করি না বললেন অনুব্রত, ডিজির বয়ানে অসন্তুষ্ট নিহতর পরিবার

খুনের রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না। মুখ ফসকেই নির্দল প্রার্থীদের ওপর চড়াও হওয়ার কথা বলেছিলেন। পাড়ুই-কাণ্ডে রাজ্য পুলিসের ডিজির কাছ থেকে ক্লিনচিট পাওয়ার পর এমনই প্রতিক্রিয়া অনুব্রত মণ্ডলের।  

Updated By: Sep 4, 2014, 08:19 PM IST
খুনের রাজনীতিতে বিশ্বাস করি না বললেন অনুব্রত, ডিজির বয়ানে অসন্তুষ্ট নিহতর পরিবার

ওয়েব ডেস্ক: খুনের রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না। মুখ ফসকেই নির্দল প্রার্থীদের ওপর চড়াও হওয়ার কথা বলেছিলেন। পাড়ুই-কাণ্ডে রাজ্য পুলিসের ডিজির কাছ থেকে ক্লিনচিট পাওয়ার পর এমনই প্রতিক্রিয়া অনুব্রত মণ্ডলের।  

পাড়ুই কাণ্ডে ডিজির বয়ানে চরম অসন্তুষ্ট নিহতের পরিবার। নিহত সাগর ঘোষের ছেলে হৃদয় ঘোষের অভিযোগ, হাই কোর্টে মিথ্যা বলেছেন রাজ্য পুলিসের ডিজি। নিরপেক্ষ সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

অনুব্রতর হুমকি এবং সাগর ঘোষের মৃত্যুর কোনও সম্পর্ক নেই। হাই কোর্টে এই ভাষাতেই, বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে ক্লিনচিট দিয়েছেন রাজ্য পুলিসের ডিজি।

সাগর ঘোষ হত্যায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে তাঁর পরিবার। যদিও আদালতেই রাজ্য সরকারের আইনজীবী দাবি করেন, উপযুক্ত তথ্যপ্রমাণ ছাড়া শুধুমাত্র ভিডিও ফুটেজের ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দিতে পারে না আদালত। চার্জশিট হয়ে যাওয়ার এই মামলায় আর কিছু করার নেই বলেও যুক্তি দেন সরকারি আইনজীবী।

ডিজির বয়ানে বিস্মিত নন রাজ্যের বিরোধী নেতারা। তাঁদের প্রশ্ন, মুখ্যমন্ত্রীই যেখানে অনুব্রতকে ক্লিনচিট দিয়ে বসে আছেন, সেখানে ডিজি কী করে ভিন্নসুরে কথা বলবেন?

পাড়ুই মামলায় হাই কোর্টেও অনুব্রত মণ্ডলের পাশেই দাঁড়াল সরকার। হাজিরা দিতে এসে আদালতে অনুব্রত মণ্ডলকে ক্লিনচিট দিলেন ডিজি জিএমপি রেড্ডি। বিচারপতির প্রশ্নের জবাবে তিনি বলেন, সাগর ঘোষ হত্যাকাণ্ডের সঙ্গে অনুব্রত মণ্ডলের কোনও যোগ নেই।

তদন্তে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি। সেকারণে চার্জশিটেও তাঁর  নাম নেই। পাড়ুইকাণ্ডে আজ বিচারপতি হরিশ ট্যান্ডনের একের পর এক কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছে ডিজিকে। এখনও পর্যন্ত যা তদন্ত হয়েছে তাতে তিনি সন্তুষ্ট কিনা, বিচারপতির এই প্রশ্নের উত্তরে ডিজি বলেন, তিনি সন্তুষ্ট।  বিচারপতি জিজ্ঞেস করেছিলেন, কেন হাই কোর্টের বদলে তড়িঘড়ি সিউড়ি আদালতে চার্জশিট দিয়ে দিয়েছিল সিট? উত্তরে ডিজি বলেন, অভিযুক্তরা জামিন পেয়ে যেতে পারে, একথা চিন্তা করেই সিউড়ি আদালতে আগেভাগে চার্জশিট পেশ করেছিল সিট।  

.