আদালতে বয়ান বদল অর্পিতার, `সারদা মানুষের টাকা তুলে প্রতারণা করেছে এমন কথা বলিনি`
আদালতে সারদা কাণ্ডের বয়ান দিতে গিয়ে নিজের অবস্থান ১৮০ ডিগ্রি বদলে ফেললেন অর্পিতা ঘোষ। নাট্যকর্মী অর্পিতা সারদার একটি চ্যানেলের উচ্চ পদস্থ কর্মী ছিলেন।
আদালতে সারদা কাণ্ডের বয়ান দিতে গিয়ে নিজের অবস্থান ১৮০ ডিগ্রি বদলে ফেললেন অর্পিতা ঘোষ। নাট্যকর্মী অর্পিতা সারদার একটি চ্যানেলের উচ্চ পদস্থ কর্মী ছিলেন।
আদালতে তিনি বলেন, সারদা বাজার থেকে টাকা তুলে মানুষের সঙ্গে প্রতারণা করত এমন কথা তিনি পুলিসকে বলেননি। আগে সারদা কর্তা সুদীপ্ত সেনের বিরুদ্ধে এফআইআর করেন অর্পিতা। আদালতে আজ তিনি বলেন, কোন থানায় এফআইআর করেছিলেন এখন তাঁর মনে নেই। তিনি আদালতে জানান, সারদার কাছ থেকে ২৫ হাজার টাকা বেতন পেতেন তিনি।
সারদা মামলায় বারবার আদালতে সাক্ষ্য দিতে অনুপস্থিত ছিলেন অর্পিতা। কারণ হিসেবে জানিয়েছিলেন শারীরিক অসুস্থতা। কিন্তু পরের দিনই তাঁকে নন্দনে শিশু চলচ্চিত্র উত্সবে দেখা যায়। তখনই প্রশ্ন ওঠে কেন আদালতে সাক্ষ্য এড়াচ্ছেন অর্পিতা?