হোমিওপ্যাথি কলেজে ভর্তি হয়েও বার বার ড্রপ আউট অরোদীপ চ্যাটার্জি, তদন্তে CID
হোমিওপ্যাথি কলেজে ভর্তি হয়েও বার বার ড্রপ আউট। এমনই কীর্তি ভুয়ো ডাক্তার কাণ্ডে ধৃত অরোদীপ চ্যাটার্জির। এবিষয়ে শহরের দুটি হোমিওপ্যাথি কলেজকে তথ্য দিতে নির্দেশ CID-র। ভর্তি হয়েও, কেন পড়াশোনা ছেড়ে দেন অরোদীপ, তার কারণ জানা চেষ্টায় গোয়েন্দারা। একেবারে কেঁচো খুড়তে কেউটে। নামের পাশে MD ডিগ্রি। বিলেত ফেরত ডাক্তার। ক্যান্সার বিশেষজ্ঞ। আসলে সবটাই ভুয়ো। গত সপ্তাহে সিআইডির জালে ধরা পড়েন ভুয়ো চিকিত্সক অরোদীপ চ্যাটার্জি।
ওয়েব ডেস্ক : হোমিওপ্যাথি কলেজে ভর্তি হয়েও বার বার ড্রপ আউট। এমনই কীর্তি ভুয়ো ডাক্তার কাণ্ডে ধৃত অরোদীপ চ্যাটার্জির। এবিষয়ে শহরের দুটি হোমিওপ্যাথি কলেজকে তথ্য দিতে নির্দেশ CID-র। ভর্তি হয়েও, কেন পড়াশোনা ছেড়ে দেন অরোদীপ, তার কারণ জানা চেষ্টায় গোয়েন্দারা। একেবারে কেঁচো খুড়তে কেউটে। নামের পাশে MD ডিগ্রি। বিলেত ফেরত ডাক্তার। ক্যান্সার বিশেষজ্ঞ। আসলে সবটাই ভুয়ো। গত সপ্তাহে সিআইডির জালে ধরা পড়েন ভুয়ো চিকিত্সক অরোদীপ চ্যাটার্জি।
ডিগ্রি নেই, তবুও ডাক্তার। ভুয়ো ডাক্তার কাণ্ডে নতুন তথ্য হোমিওপ্যাথি হাসপাতালে গোয়েন্দারা। অরোদীপকে জেরায় চাঞ্চল্যকর তথ্য। কলকাতার দুটি সরকারি-বেসরকারি হোমিওপ্যাথি কলেজে ভর্তি হয়েও, পড়াশোনা ছেড়ে দেন তিনি। এরপর ক্যালকাটা হোমিওপ্যাথি হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিস দেয় CID. তদন্তে কলেজে যান গোয়েন্দারা। জানা গেছে, ২০০২ সালে ক্যালকাটা হোমিওপ্যাথি হাসপাতালে BHMS ডিগ্রি কোর্সে ভর্তি হন অরোদীপ।
আরও পড়ুন- লেকটাউন ও দেগঙ্গা থেকে ফের ধৃত ২ ভুয়ো চিকিত্সক
প্রবেশিকা পরীক্ষায় তাঁর RANK ছিল ৮৪। কিন্তু সরকারি ওই কলেজে অরোদীপ ক্লাসও করেননি, পরীক্ষাও দেননি। কলেজের রেজিস্টারে অরোদীপের নাম নথিভুক্ত হয়েছে প্রদীপ চ্যাটার্জি হিসেবে। যদিও বাবার নাম এবং বাড়ির ঠিকানা মিলে যাচ্ছে। শুধু সরকারি কলেজ নয়। মোটা টাকা দিয়ে বিভিন্ন বেসরকারি হোমিওপ্যাথি কলেজেও ভর্তি হন অরোদীপ।
২০০৪ সালের এপ্রিলে নারকেলডাঙার প্রতাপচন্দ্র মেমোরিয়াল হোমিওপ্যাথি কলেজে ভর্তি হন অরোদীপ। কিন্তু সেখানেও পড়াশোনা করেননি তিনি। তবে কলেজের নথিতে তাঁর নাম-ঠিকানা মিলে যাচ্ছে। জমিয়ে প্র্যাকটিসের পরিকল্পনাই যদি ছিল, তাহলে কলেজে ভর্তি হয়েও বার বার কেন ড্রপ আউট অরোদীপ? এনিয়ে ধন্দে গোয়েন্দারা। এবিষয়ে আরও তথ্যের জন্য হোমিওপ্যাথি কলেজগুলিকে নির্দেশ দিয়েছে সিআইডি।