মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ অসীমের

পূর্বতন বাম সরকার রাজ্যের ওপর ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে বলে প্রতিদিনই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনল বামেরা। আজ রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত বলেন, সব খরচের পরও রাজ্যের হাতে ৩৪ হাজার কোটি টাকা থাকে। সেই টাকা কী ভাবে খরচ হচ্ছে হিসাব দিক সরকার।  

Updated By: Jan 24, 2013, 10:43 PM IST

পূর্বতন বাম সরকার রাজ্যের ওপর ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে বলে প্রতিদিনই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনল বামেরা। আজ রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত বলেন, সব খরচের পরও রাজ্যের হাতে ৩৪ হাজার কোটি টাকা থাকে। সেই টাকা কী ভাবে খরচ হচ্ছে হিসাব দিক সরকার।  
রাজ্য সরকারের ওপর ঋণের বোঝা ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিল বামেরা। বৃহস্পতিবার, সাংবাদিক বৈঠক করে অসীম দাশগুপ্ত বলেন, রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রর পেশ করা বাজেট অনুযায়ী রাজ্য সরকারের মোট আয় এক লক্ষ কোটি টাকা। সরকারের হিসাব অনুযায়ী, ঋণের ওপর সুদ-আসল মেটাতে ২৫ হাজার কোটি টাকা খরচ হয়। বেতন ভাতা বাবদ খরচ হয় ৪১ হাজার কোটি টাকা। অর্থাত্‍, অর্থমন্ত্রীর হিসেব মতো সব খরচের পরও হাতে থাকে চৌত্রিশ হাজার কোটি টাকা।
 
অসীম দাশগুপ্তর প্রশ্ন তবে কি বাজেট বরাদ্দের বাইরে খরচ করছে রাজ্য সরকার ? পঞ্চায়েত ভোটের আগে প্রতিদিনই জেলা সফরে উন্নয়নের কাজ থমকে যাওয়ার জন্য পূর্বতন বাম সরকারকে দায়ী করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে বামেরা। প্রাক্তন অর্থমন্ত্রী বলছেন, ২০১১, ১৩ মে পর্যন্ত রাজ্যের ঋণের বোঝা ছিল ১ লক্ষ ৯২ হাজার কোটি টাকা। মাত্র দেড় বছরে এই ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ২৬ হাজার কোটি টাকা। অসীম দাশগুপ্তর অভিযোগ, রাজ্যের হাতে উন্নয়নের জন্য যথেষ্ট টাকা থাকছে। কিন্তু, কেন উন্নয়ন হচ্ছে না, উন্নয়নের টাকা আসলে কোথায় যাচ্ছে তা খতিয়ে দেখুক সরকার।

.