অর্থমন্ত্রীদের বিশেষ কমিটির পরামর্শদাতা হচ্ছেন অসীম দাশগুপ্ত

সভাপতি করা হয়েছিল এ রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রীকেই। ওই পদে থাকাকালীন বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন অসীমবাবু। ভ্যাট বা মূল্য যুক্ত কর প্রথা চালু করার ক্ষেত্রে তাঁর অবদান গোটা দেশেই স্বীকৃত। কিন্তু গত বিধানসভা নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন।

Updated By: Oct 24, 2011, 09:58 PM IST

রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে গঠিত বিশেষ ক্ষমতাসম্পন্ন কমিটির সভাপতির পরামর্শদাতা হচ্ছেন প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। কমিটির বর্তমান সভাপতি সুশীল মোদীর
অনুরোধেই আগামী মাসের মাঝামাঝি এই দায়িত্ব নিচ্ছেন তিনি। করকাঠামো বিন্যাস, অর্থনৈতিক ক্ষেত্রে কেন্দ্র-রাজ্য সম্পর্ক-সহ একাধিক বিষয়ে অসীমবাবুর পরামর্শ
নিতে আগ্রহী বিহার সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই কারণেই অসীম দাশগুপ্তের জন্য এই বিশেষ পদটি তৈরি করা হয়েছে। দলের অনুমতি নিয়ে সম্পূর্ণ বিনা
পারিশ্রমিকে পরামর্শদাতার দায়িত্ব পালন করবেন অসীম দাশগুপ্ত। প্রধানমন্ত্রী মনমোহন সিং নিজেও অর্থনীতিবিদ। প্রথম ইউপিএ সরকারের আমল থেকেই একসঙ্গে
কাজের সুবাদে তাঁর পছন্দ আর এক অর্থনীতিবিদ অসীম দাশগুপ্তকে। তাই বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে যখন হাইপাওয়ার কমিটি তৈরি করে কেন্দ্র, সেই কমিটির
সভাপতি করা হয়েছিল এ রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রীকেই। ওই পদে থাকাকালীন বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন অসীমবাবু। ভ্যাট বা মূল্য যুক্ত কর প্রথা চালু করার
ক্ষেত্রে তাঁর অবদান গোটা দেশেই স্বীকৃত। কিন্তু গত বিধানসভা নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন। স্বাভাবিকভাবেই আর অর্থমন্ত্রীদের ওই কমিটিতে তিনি নেই। কেন্দ্র-রাজ্য
আর্থিক সম্পর্কের বিভিন্ন ইস্যুতে অসীম দাশগুপ্তের মূল্যবান পরামর্শ নিতে আগ্রহী কমিটির অন্য সদস্যরা। তাই একটা উপায়ও খুঁজে বের করেছেন তাঁরা। অসীম দাশগুপ্তকে
সভাপতির পরামর্শদাতা হিসেবে নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। বর্তমান সভাপতি বিহারের অর্থমন্ত্রী সুশীল মোদী নিজে অসীমবাবুকে এই প্রস্তাব দিয়েছেন। নভেম্বরে দায়িত্ব
নেওয়ার আগে দলের থেকে অনুমতি নিয়েছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী। জানিয়েছেন সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে পরামর্শদাতার দায়িত্ব পালন করবেন তিনি। শুধু পশ্চিমবঙ্গই
না, অন্য রাজ্যগুলিরও আর্থিক ক্ষেত্রে কেন্দ্রের কাছে যেসব দাবি তুলে ধরবে, তার রূপরেখা নির্ধারণে বিশেষ ভূমিকা পালন করবেন অসীমবাবু।

.