অধ্যাপকদের উপর হামলা নয়, মুখ্যমন্ত্রীর নির্দেশের দিনই আক্রান্ত অধ্যক্ষ
দলের ছাত্র সংগঠনের সমাবেশে মুখ্যমন্ত্রীর নির্দেশ, অধ্যাপকদের উপর হামলা নয়। নির্দেশটা যেদিন দিলেন, সেদিনই আক্রান্ত হলেন ইটাহার কলেজের অধ্যক্ষ ও অধ্যাপকরা। প্রতিষ্ঠা দিবস ২৮ অগাস্ট। কিন্তু জন্মাষ্টমীর জন্য নেত্রীর নির্দেশে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এবার পালিত হল একদিন আগেই।
দলের ছাত্র সংগঠনের সমাবেশে মুখ্যমন্ত্রীর নির্দেশ, অধ্যাপকদের উপর হামলা নয়। নির্দেশটা যেদিন দিলেন, সেদিনই আক্রান্ত হলেন ইটাহার কলেজের অধ্যক্ষ ও অধ্যাপকরা। প্রতিষ্ঠা দিবস ২৮ অগাস্ট। কিন্তু জন্মাষ্টমীর জন্য নেত্রীর নির্দেশে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এবার পালিত হল একদিন আগেই।
সর্বক্ষণের কর্মী হওয়ার ডাকও দিলেন দলের ছাত্র নেতাকর্মীদের।
নেত্রী যেদিন ডাকটা দিলেন, সেদিনই নকলে বাধা দেওয়ায় তৃণমূলের বহিরাগতদের হাতে আক্রান্ত হলেন ইটাহারের মেঘনাদ সাহা কলেজের অধ্যক্ষ স্বপ্না মুখার্জি।
মেঘনাদ সাহা কলেজের অন্য অধ্যাপক ও অধ্যাপিকাদেরও মারধর করা হয়েছে।
দলে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে নেতাকর্মীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে প্রোমোটারিতেও দলের নেতাকর্মীদের না জড়াতে নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘরোয়া আলোচনায় কথাটা প্রায়ই বলেন তৃণমূল নেতারা। মঙ্গলবার গান্ধী মূর্তির সামনে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশে প্রকাশ্যেই সে কথাটা বলে দিলেন বিধানসভার উপাধ্যক্ষ।
নেত্রী এলেন। সতর্ক করলেন দলের নেতাকর্মীদের। পঞ্চায়েত ভোটে দলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবিটা প্রকাশ্যে এসেছে বারবার। দলকে তাই সতর্ক করলেন দলনেত্রী।