বেশ কয়েকটি রুটে অটো বন্ধ, নাকাল নিত্যযাত্রীরা

বেশকয়েকটি রুটে অটো পরিষেবা আজও বন্ধ। ফলে সকাল থেকেই দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। ফুলবাগান-গণেশ টকিজ রুটে অটো চলাচল বন্ধ রয়েছে। বেলেঘাটা আইডি থেকে আরজি কর হাসপাতাল রুটেও অটো চলছে না। 

Updated By: Apr 4, 2012, 01:03 PM IST

বেশকয়েকটি রুটে অটো পরিষেবা আজও বন্ধ। ফলে সকাল থেকেই দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। ফুলবাগান-গণেশ টকিজ রুটে অটো চলাচল বন্ধ রয়েছে। বেলেঘাটা আইডি থেকে আরজি কর হাসপাতাল রুটেও অটো চলছে না।  তবে কাঁকুরগাছি-করুণাময়ী রুটে অটো চালু রয়েছে। কাদাপাড়া-মেছুয়া রুটে অটো চললেও, অন্য দিনের তুলনায় সংখ্যায় অনেক কম। মঙ্গলবার অটোচালকদের অবরোধের জেরে চূড়ান্ত নাকাল হন শহরবাসী।
অটো বন্ধ থাকায় বাসগুলিতে ব্যাপক ভিড়। অসহ্য গরমে নিত্য যাত্রীদের অবস্থা নাজেহাল। অটোচালকদের দাবি, হয় গ্যাসের দাম কমানো হোক, নয়তো আগের নিয়ম মেনে ৫ জন যাত্রী নেওয়ার অনুমতি দেওয়া হোক।
প্রসঙ্গত, মঙ্গলবার থেকেই এলপিজি-র দামবৃদ্ধির প্রতিবাদে অটো চালকদের অবরোধ আন্দোলনের জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে কলকাতার বিভিন্ন এলাকা। ফুলবাগান, মানিকতলা, উল্টোডাঙা, রাসবিহারী, তারাতলা, বেহালা, রুবি মোড় সহ মহানগরীর বিভিন্ন জায়াগায় বিক্ষোভ, অবরোধে সামিল হন অটোচালকরা। দিনের ব্যস্ত সময়ে অটো না পেয়ে ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। অবরোধের অভিযোগে ২৮ জন অটোচালককে গ্রেফতার করে পুলিস। তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা রুজু করা হয়। এরপরই অটোচালকরা জানিয়ে দেন, বুধবারও বেশ কয়েকটি রুটে অটো চলবে না।

.