ওয়েব ডেস্ক : রাজ্য পুলিসের উদ্দেশে এবার হুঁশিয়ারি দিলেন বাবুল সুপ্রিয়। টুইটে তাঁর অভিযোগ, রাজ্যে বারবার আক্রান্ত হচ্ছেন বিজেপি সমর্থকরা। অথচ পুলিস বিজেপি কর্মীদেরই কাঠগড়ায় তুলছে। রাজ্য পুলিসকে সতর্ক করে কেন্দ্রীয় মন্ত্রীর হুঁশিয়ারি, "সিতারোঁ কে আগে জাঁহা আউর ভি হ্যায়।" অর্থাত্‍ এই নক্ষত্র জগতের বাইরে আরও অনেক কিছু বাকি আছে। পুলিস যেন সেটা মাথায় রাখে।



আরও পড়ুন,  "উইকেটে টিকে থাকলে রান এমনিই আসবে", কৌশলী জবাব মুকুল রায়ের