Mamata Banerjee: 'কত জেল আছে দেখব', ডায়মন্ড হারবারে অভিষেকের ঢাল সেই মমতাই!

২০২৪ পর ২০১৯। ডায়মন্ড হারবার থেকে পর পর দু'বার সাংসদ নির্বাচিত হয়েছেন অভিষেক। এবারও প্রার্থী তিনিই। তাঁর সমর্থনে মেটিয়াবুরুজে সভা করলেন মমতা। কবে? আজ, বুধবার।

Updated By: May 29, 2024, 09:12 PM IST
Mamata Banerjee: 'কত জেল আছে দেখব', ডায়মন্ড হারবারে অভিষেকের ঢাল সেই মমতাই!

প্রবীর চক্রবর্তী: এবার ডায়মন্ড হারবারে ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'আমাদের মাঝে মাঝে ধমকায়। আমাকে জোর দেখালে হবে না। আমি লড়ব, আমি ভীতু নই। বলছে আমাকে ,অভিষেককে গ্রেফতার করবে। করে দেখাও না? কত জেল আছে দেখব। কি হয় তুমি দেখো'।

আরও পড়ুন:  Mamata Banerjee: 'আপনিই আমাদের ভরসা', মমতার কাছে আর্থিক সাহায্যের আর্জি মিশনের সন্ন্যাসীদের!

২০২৪ পর ২০১৯। ডায়মন্ড হারবার থেকে পর পর দু'বার সাংসদ নির্বাচিত হয়েছেন অভিষেক। এবারও প্রার্থী তিনিই। তাঁর সমর্থনে মেটিয়াবুরুজে সভা করলেন মমতা। কবে? আজ, বুধবার।

মমতা বলেন, 'কাল ৪ ঘণ্টা মিছিল আছে। পুরো সাউথ ক্যালকাটা মিছিল করব। ১২ কিমি মিছিল আছে। অভিষেকের এদিকটা আসা হয়নি। ওকে বলেছিলাম, তোর ওখানে যাব, তাই এলাম। ঝড় হোক, জল হোক, ও সারাদিন ব্যস্ত থাকে নিজের সংসদীয় এলাকা নিয়ে। আমি ওকে বারবার বলি, তোর মত সংসদীয় এলাকা কেউ দেখতে পারবে না। এত পারিস কি করে'?

এর আগে, গতকাল মোদী যেভাবে পথে রোড-শো করেছিলেন, সেই শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়ি পর্য়ন্ত রোড-শো করেন মমতাও। তিনি বলেন, 'মোদীজী গতকাল যেখানে মিটিং করলেন, আজ আমি সেই শ্যামবাজার থেকে বিবেকানন্দ বাড়ি অবধি মিছিল করে এলাম। নেতাজি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন, প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন। অথচ নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, আজও দিল্লি জাতীয় ছুটি ঘোষণা করেনি। মোদী গতকাল গিয়েছিল রাজনীতি করতে, আমি আজ গিয়েছিলাম প্রতিবা জানাতে। আর নেতাজি স্যালুট জানাতে'।

আরও পড়ুন:  Weather Update: পড়বে বাজ, বৃষ্টি 'ভাসাবে' ভোটের রেজাল্ট! ১০ জুনের মধ্যেই বাংলায় বর্ষা...

এদিকে লোকসভা ভোট এখন শেষ পর্যায়ে। শনিবার সপ্তম তথা শেষ দফায় ভোট কলকাতা-সহ দুই চব্বিশ পরগনার ৯ আসনে। মমতা বলেন, 'INDIA -কে লিড বাংলাই দেবে। দেশের মানুষের সমস্যার সমাধান করব। এর থেকে বেশি কিছু নয়। ঝুকেগা নেহি, ঝুকেগা নেহি। বাংলায় একটাই দল তৃণমূল কংগ্রেস।যারা লড়াই করছে। যখন বলছে ইউপি'র থেকে বেশি আসন পাব বাংলায়, তার মানে গিয়েছে'। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

 

.