গাছের তলা থেকে উদ্ধার ছেড়া নোট ভর্তি ব্যাগ

গাছের তলায় রাশি রাশি নোট। তবে সবগুলিই কুচি কুচি করে ছেড়া ...বাতিল ৫০০ আর ১০০০-এর। রাজারহাটের ঝালগাছিতে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। উদ্ধার হওয়া নোটের অংশ সংগ্রহ করে নিয়ে গেছে পুলিস। তদন্ত শুরু হয়েছে।

Updated By: Dec 4, 2016, 12:46 PM IST
গাছের তলা থেকে উদ্ধার ছেড়া নোট ভর্তি ব্যাগ
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : গাছের তলায় রাশি রাশি নোট। তবে সবগুলিই কুচি কুচি করে ছেড়া ...বাতিল ৫০০ আর ১০০০-এর। রাজারহাটের ঝালগাছিতে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। উদ্ধার হওয়া নোটের অংশ সংগ্রহ করে নিয়ে গেছে পুলিস। তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন- শুধু কলকাতা নয়, উত্তরবঙ্গের বালুরঘাটেও লেনদেন চলছে PAYTM-এ

আজ সকালে নোট ভর্তি ওই প্লাস্টিকের ব্যাগ দেখতে পান স্থানীয় এক যুবক। পাওয়ার হাউসের পড়ে থাকা ওই ব্যাগটি খুলতেই চক্ষু চড়়কগাছ তাঁর। উদ্ধার হয় ছেড়া নোটের বোঝা। খবর ছড়িয়ে পড়তেই ওই গাছের তলায় ভিড় করে স্থানীয় বাসিন্দারা। পৌছয় রাজারহাট থানার পুলিস। উদ্ধার হওয়া ছেড়া নোটের বেশির ভাগই পুরনো হাজার টাকার।

.