ওয়েব ডেস্ক : লালবাজার অভিযানে জামিন পেলেন বিজেপির প্রথমসারির সব নেতা। ব্যাঙ্কশাল আদালত থেকে জামিন পেয়েছেন কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, রূপা গাঙ্গলি, লকেট চট্টোপাধ্যায় ও জয়প্রকাশ মজুমদার। তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা প্রয়োগ করে পুলিস। আরও আটষট্টি জন বিজেপি কর্মী সমর্থন জামিন পেয়েছেন।
৭ বিজেপি কর্মীর ৩ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে অভিযোগ আনা হয়। বৃহস্পতিবার মোট ১৪১ জনকে গ্রেফতার করে পুলিস। বাকি ৬৬ জনের শুনানি চলছে নগর দায়রা আদালতে। তাঁদের মধ্যে ৭ জনের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট মামলায় জামিন অযোগ্য ধারা রয়েছে।
আরও পড়ুন, চিনকে আটকাতে ৩০,০০০ টন ইস্পাত দিয়ে তৈরি হল ভারতের দীর্ঘতম ব্রিজ
English Title:
Bail granted for BJP heavyweights who were arrested on Lalbazar ralley
News Source:
Home Title:
লালবাজার অভিযানে জামিন পেলেন বিজেপির প্রথমসারির সব নেতা, ৭ কর্মীর ৩ দিনের পুলিস হেফাজত
Yes
Is Blog?:
No
Section: