ব্যাঙ্ককের সেনা অভ্যুত্থানে টান পড়েছে কলকাতার ফ্যাশন বাজারে

ব্যাঙ্ককে সেনা অভ্যুত্থান। আমদানী বন্ধ। কলকাতার বাজারে মিলছে না ফ্যাশন দুরস্ত ড্রেস, জুতো, ব্যাগ কিংবা ইলেট্রনিক্স গ্যাজেটস। প্রবল চাহিদা থাকলেও জোগান নেই। ঘোর চিন্তায় ব্যবসায়ীরা। চিন্তার ভাঁজ বাজেট সচেতন, ফ্যাশন দুরস্ত বাঙালির কপালেও ।

Updated By: May 28, 2014, 09:01 PM IST

ব্যাঙ্ককে সেনা অভ্যুত্থান। আমদানী বন্ধ। কলকাতার বাজারে মিলছে না ফ্যাশন দুরস্ত ড্রেস, জুতো, ব্যাগ কিংবা ইলেট্রনিক্স গ্যাজেটস। প্রবল চাহিদা থাকলেও জোগান নেই। ঘোর চিন্তায় ব্যবসায়ীরা। চিন্তার ভাঁজ বাজেট সচেতন, ফ্যাশন দুরস্ত বাঙালির কপালেও ।

এমনই ফ্যাশন দুরস্ত ড্রেস, স্টাইলিস্ট জুতো কিংবা বিন্দাস ব্যাগ। আট থেকে আশি মন কাড়ে সকলেরই। হালফ্যাশনের এমন অনেক কিছুই কলকাতায় পাওয়া গেলেও এদের আসল ঠিকানা ব্যাঙ্কক।

কিন্তু, বেশকিছু দিন ধরেই মনমরা কলকাতার শপিহলিকরা। বাজার ঢুঁড়েও মিলছে না পসন্দসই জিনিস। নেপথ্যে ব্যাঙ্কক বিভ্রাট। থাইল্যান্ডে সেনা অভ্যুত্থানের পর ব্যাঙ্কক থেকে এই সব জিনিস আনতে বেজায় সমস্যায় পড়ছেন ব্যবসায়ীরা। কদর থাকলেও ক্রেতাদের হাতে তুলে দিতে পারছেন না পছন্দমাফিক জিনিস।

জোগান কম তাই বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে জিনিস।প্রভাব পড়ছে বিক্রি করার সময়েও।ব্যবসায়ীরা চাইছেন, অবস্থার দ্রুত পরিবর্তন। না হলে প্রভাব পড়তেই পারে ফ্যাশন দুরস্ত বাঙালির স্টাইল স্টেটমেন্টে।

.