ওয়েব ডেস্ক: বাংলা নাটক ডট কমের এই বছরের মিউজিক ফেস্টিভ্যালের সূচনা হল। অনুষ্ঠানের নাম সুর জাহান। দেশী দলের পাশাপাশি ও বিদেশী দলের শিল্পীরাও পারফর্ম করবেন এই অনুষ্ঠানে।পাশাপাশি চলবে পশ্চিমবঙ্গের বিভিন্নপ্রান্ত থেকে আসা লোকশিল্পীদের ওয়ার্কশপও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


কলকাতা মানেই সুরের মুর্চ্ছনা। ২০১১ থেকেই এই সুরের ধারা বয়ে নিয়ে আসছেন বাংলা নাটক ডট কম। শুরু করেছিলেন লোকশিল্পীদের আরও মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য। তবে এখন দেশ বিদেশের বিভিন্ন ধরনের গান এক ছাদের তলায় পারফর্ম করতে আসেন শিল্পীরা। এইবার ৫টি বিদেশী দল, ৩টি দেশী দল একসঙ্গে যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের উদ্যেশ্য জানালেন উদ্যোক্তা অমিতাভ ভট্টাচার্য। বিদেশী শিল্পীরা পারফর্ম করবেন মোহরকুঞ্জে। রাশিয়ার এক শিল্পী তিন বছর আগেও পারফর্ম করেছেন এই অনুষ্ঠানে,কলকাতার তাঁর খুব প্রিয়, জানালেন তাঁর অভিজ্ঞতা।


 


পশ্চিমবঙ্গের বিভিন্নপ্রান্ত থেকে লোকশিল্পীরা এসেছেন। অনুষ্ঠান চলাকালীন তাঁরাও ওয়ার্কশপ করবেন। বাউল ফকিরদের গানে গানে জমজমাট মোহরকুঞ্জ প্রাঙ্গন।