Sheikh Hasina: ৩ বছর পর ফের ভারত সফরে শেখ হাসিনা, মমতার সঙ্গেও কি সাক্ষাৎ?

চলতি মাসেই দিল্লিতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ৩ দিনের সফরে ঠাসা কর্মসূচি। উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গেও বৈঠক করবেন হাসিনা।

Updated By: Sep 1, 2022, 11:58 PM IST
Sheikh Hasina: ৩ বছর পর ফের ভারত সফরে শেখ হাসিনা, মমতার সঙ্গেও কি সাক্ষাৎ?

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: মমতা বন্দ্যোপাধ্যায়ে সঙ্গেও কি সাক্ষাৎ? ৩ বছর পর ফের ভারত সফরে শেখ হাসিনা। ৫ সেপ্টেম্বর দিল্লিতে পৌঁছবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ৩ দিনের সফরে উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক-সহ একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। দু'দেশের মধ্যে বেশ কয়েকটি মউ স্বাক্ষরও হবে। ৮ সেপ্টেম্বর ঢাকায় ফিরবেন হাসিনা।

ব্যবধান মাত্র এক মাসের। পদ্মা সেতুর উদ্বোধনের পর, জুন মাসে 'বাংলাদেশ সফরের আমন্ত্রণ' জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিঠিতে 'মমতাজী' সম্বোধনে লিখেছিলেন, 'আপনি ইতিমধ্যেই জেনেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা বহুমুখী সেতু নির্মাণের মধ্য দিয়ে জাতির জনক শেখ মুজিবর রহমানের প্রদর্শিত পথে আত্মনির্ভরশীল  সোনার বাংলা বিনির্মাণে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। এই সেতু বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের আত্মিক বন্ধনকে আরও দৃঢ় করবে ও বাণিজ্য়িক সম্পর্কে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে আমি বিশ্বাস করি'। শুধু তাই নয়, সেপ্টেম্বরে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেছিলেন মুজিব-কন্যা। ফলে এবার ভারত সফরে মমতার সঙ্গে হাসিনার সাক্ষাৎ নিয়ে জল্পনা তুঙ্গে। 

আরও পড়ুন: Primary TET: 'আস্তে আস্তে পরিবর্তন হবে', পর্ষদের নয়া কমিটির প্রশংসা বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের

২০১৪-র পর ২০১৮। ফের বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেখ হাসিনা। তার ঠিক পরের বছর, ২০১৯ সালে শেষবার ভারত সফরে  এসেছিলেন তিনি। সেবার দিল্লিতে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের আয়োজিত বাণিজ্য সম্মেলনে বাণিজ্য সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বৈঠক করেছিলেন মোদীর সঙ্গেও। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.