রাজ্য সরকারের সমালোচনায় বণিক সভা

কর্মসংস্থান সৃষ্টিতে রাজ্য সরকারের সমালোচনা এবার বণিকসভার গলায়। গতকাল শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতেই বেঙ্গল চেম্বার অব কমার্সের সভাপতি কল্লোল দত্ত এব্যাপারে রাজ্য সরকারের সমালোচনা করেন। তাঁর মতে রাজ্যে ঠিকঠাক কাজের সুযোগ তৈরি হচ্ছে না। আর সেকারণেই চুরি, ছিনতাইয়ের মত ঘটনা বেড়েই চলেছে।

Updated By: Nov 22, 2012, 09:57 AM IST

কর্মসংস্থান সৃষ্টিতে রাজ্য সরকারের সমালোচনা এবার বণিকসভার গলায়। গতকাল শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতেই বেঙ্গল চেম্বার অব কমার্সের সভাপতি কল্লোল দত্ত এব্যাপারে রাজ্য সরকারের সমালোচনা করেন। তাঁর মতে রাজ্যে ঠিকঠাক কাজের সুযোগ তৈরি হচ্ছে না। আর সেকারণেই চুরি, ছিনতাইয়ের মত ঘটনা বেড়েই চলেছে।
যদিও রাজ্য সরকারের দাবি, গত দেড় বছরে তিনলক্ষেরও বেশি কর্মসংস্থান তৈরি হয়েছে রাজ্যে। বেঙ্গল চেম্বার অব কমার্সের সভাপতির মন্তব্যের পর কর্মসংস্থান নিয়ে সরকারের দাবির সত্যতা নিয়ে ফের প্রশ্ন উঠে গেলো। শিল্পনীতিতে কীভাবে কর্মসংস্থান বাড়ানো যায় সেব্যাপারেও সওয়াল করেন বিসিসি সভাপতি।   

.