ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব কাণ্ডের কিনারা করল বিধাননগর সাইবার ক্রাইম থানা

ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব কাণ্ডের কিনারা করল বিধাননগর সাইবার ক্রাইম থানা। দুহাজার পনেরো সালের  আটই অক্টোবর উইপ্রো কর্মী পিন্টু নাগের কাছে একটি উড়ো ফোন আসে। ফোনে ওই ব্যক্তি নিজেকে ব্যাঙ্কের ম্যানেজার পরিচয় দিয়ে পিন্টু নাগের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর জেনে নেয়। তার কিছুক্ষণের মধ্যেই পিন্টু নাগের অ্যাকাউন্ট থেকে পঁয়ষট্টি হাজার টাকা গায়েব হয়ে যায়। বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন উইপ্রো কর্মী পিন্টু নাগ। । তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানা। সেই ঘটনাতেই  গতকাল আসানসোল থেকে দুজনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের নাম অশোক সাউ, শুভম রজক। তাদের থেকে উদ্ধার হয়েছে মোবাইল, পাসবই, চেকবই ।

Updated By: Jan 27, 2016, 09:08 PM IST
ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব কাণ্ডের কিনারা করল বিধাননগর সাইবার ক্রাইম থানা

ওয়েব ডেস্ক: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব কাণ্ডের কিনারা করল বিধাননগর সাইবার ক্রাইম থানা। দুহাজার পনেরো সালের  আটই অক্টোবর উইপ্রো কর্মী পিন্টু নাগের কাছে একটি উড়ো ফোন আসে। ফোনে ওই ব্যক্তি নিজেকে ব্যাঙ্কের ম্যানেজার পরিচয় দিয়ে পিন্টু নাগের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর জেনে নেয়। তার কিছুক্ষণের মধ্যেই পিন্টু নাগের অ্যাকাউন্ট থেকে পঁয়ষট্টি হাজার টাকা গায়েব হয়ে যায়। বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন উইপ্রো কর্মী পিন্টু নাগ। । তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানা। সেই ঘটনাতেই  গতকাল আসানসোল থেকে দুজনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের নাম অশোক সাউ, শুভম রজক। তাদের থেকে উদ্ধার হয়েছে মোবাইল, পাসবই, চেকবই ।

.