নিজস্ব প্রতিবেদন: করোনা (Cororna) আক্রান্ত BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের (Sourav Ganguly) মেয়ে সানা গঙ্গোপাধ্যায় (Sana Ganguly)। মঙ্গলবার রাতে তাঁর করোনা (Cororna) রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন সৌরভকন্যা। অবস্থা স্থিতিশীল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাংলার 'মহারাজ'-এর পরিবারের আরও কয়েকজন সদস্য করোনা (Cororna) আক্রান্ত। সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের (Sourav Ganguly) কাকা, খুড়তুতো ভাই, তাঁর স্ত্রীরও  কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। সংক্রামিত হয়েছেন BCCI সভাপতির আপ্ত সহায়কও।


কিছুদিন আগেই করোনা আক্রান্ত হন খোদ সৌরভ গঙ্গোপাধ্য়ায় (Sourav Ganguly)। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হন তিনি। ডক্টর সরোজ মণ্ডল, ডক্টর সপ্তর্ষি বসু ও ডক্টর সৌতিক পাণ্ডা তাঁর চিকিৎসা করছিলেন। হাসপাতাল সূত্রে জানা যায় মহরাজের ভাইরাল লোড ১৯.৫ ছিল। তাঁর মোনোক্রোনাল অ্যান্টিবডি থেরাপি হয়। তাঁকে অ্যান্টিবডি ককটেল নামক ইঞ্জেকশন দেওয়া হয়। জ্বর-শ্বাসকষ্ট ছিল না। কোভিডের কারণে শরীরে তেমন কোনও জটিলতাও ছিল না।  



আরও পড়ুন: Covid Restrictions: ২ দিন নয়, সপ্তাহে ৩ দিনই রাজ্যে নামবে Delhi ও Mumbai-র বিমান


আরও পড়ুন: আক্রান্তদের বাড়িতে পৌঁছে দিতে হবে খাবার, জেলাশাসকদের নির্দেশ নবান্নের


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)