ফের পথে নামছেন তৃণমূলপন্থী বুদ্ধিজীবীরা

ফের পথে নামছেন তৃণমূলপন্থী বুদ্ধিজীবীরা। আগামিকাল তাঁরা শহরের পথে পা মেলাবেন। নন্দন চত্বর থেকে অ্যাকাডেমি অফ ফাইন আটর্স  চত্বর পর্যন্ত মিছিল করবেন তাঁরা। তৃণমূলপন্থী বুদ্ধিজীবীদের নিশানায় এবার বিজেপি। বিতর্কিত এমন ইস্যুতে আন্দোলন কতটা যুক্তিসঙ্গত? তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Updated By: Nov 27, 2014, 07:05 PM IST

কলকাতা: ফের পথে নামছেন তৃণমূলপন্থী বুদ্ধিজীবীরা। আগামিকাল তাঁরা শহরের পথে পা মেলাবেন। নন্দন চত্বর থেকে অ্যাকাডেমি অফ ফাইন আটর্স  চত্বর পর্যন্ত মিছিল করবেন তাঁরা। তৃণমূলপন্থী বুদ্ধিজীবীদের নিশানায় এবার বিজেপি। বিতর্কিত এমন ইস্যুতে আন্দোলন কতটা যুক্তিসঙ্গত? তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।

সংস্কৃতির ওপর আঘাতের প্রতিবাদ  নয়।  মুখ্যমন্ত্রীর কথাতেই মিছিল করবেন বুদ্ধিজীবীরা। তৃণমূলপন্থী  বুদ্ধিজীবীদের মিছিলকে কটাক্ষ করলেন  নাট্যব্যক্তিত্ব চন্দন সেন।

প্রতারকদের পক্ষে মিছিল করবেন তৃণমূলপন্থী বুদ্ধিজীবীরা।  তাই মিছিলে যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না। প্রতিক্রিয়া অভিনেতা বাদশা মৈত্রের।

 

.