নিজস্ব প্রতিবেদন: দুয়ারে সরকারের পাশাপাশি এবার প্রশাসনের কাজে গতি আনতে তত্পর রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, এবার প্রতিটি দফতর ধরে ধরে কাজের অগ্রগতির মূল্যায়ন করবেন মুখ্যসচিব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-Domjur: ডোমজুড় অশান্তি মামলায় আটক ১৩, সব রাজীব করাচ্ছে বলে তোপ কল্যাণের


উল্লেখ্য, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু-সহ বহু প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। কিন্তু সেইসব প্রকল্পের অগ্রগতির কী হল তার খতিয়ান নেওয়া হবে প্রতি মাসের একটি নির্দিষ্ট দিনে। ওই হিসেব নেবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।


নবান্ন সূত্রে খবর, দফতর ধরে ধরে কাজের খতিয়ান নেওয়া হবে ১৩ সেপ্টেম্বর থেকে। প্রতিটি দফতরে ওই মূল্যয়ন কর্মসূচি পাঠিয়ে দেওয়া হয়েছে। বৈঠকের ৩ দিন আগে কাজের অগ্রগতির রিপোর্ট প্রতিটি দফতরকে পাঠাতে হবে মুখ্য সচিবের কাছে। মোট ১৯টি দফতরের অগ্রগতির হিসেব নেবেন মুখ্যসচিব।


সূচি অনুযায়ী মাসের প্রথম সোমবার শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে স্কুল শিক্ষা দফতরের সঙ্গে বসবেন মুখ্যসচিব। কথা হবে মিড ডে মিল, স্কলারশিপ, ট্যাবলেট বিতরণ সহ অন্যান্য ইস্যু নিয়ে। মাসের প্রথম মঙ্গলবার টেকলিক্যাল এডুকেশন দফতরের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসবেন মুখ্য সচিব। এভাবেই চলবে প্রতি দফতরের কাজের পর্যালোচনা।


আরও পড়ুন-By-Poll: সনিয়া-রাহুলের সঙ্গে কথা হয়েছে নেত্রীর, রাজ্য কংগ্রেস শূন্য: Kunal  


এদিকে, রাজ্যে দুয়ারে সরকারের কাজ চলছে। নবান্ন সূত্রে খবর, রাজ্যের ৩০ শতাংশ মানুষ বিভিন্ন প্রকল্পের সুয়োগ নিতে দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়েছিলেন। এখনওপর্যন্ত মোট ২ কোটি ৬৭ লাখ ২০ হাজার ১০৬ জন দুয়ারে সরকারে গিয়েছেন। সব থেকে বেশি সাড়া মিলেছে দক্ষিণ ২৪ পরগনায়।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)