By-Poll: সনিয়া-রাহুলের সঙ্গে কথা হয়েছে নেত্রীর, রাজ্য কংগ্রেস শূন্য: Kunal

শূন্যের সঙ্গে শূন্য যোগ করলে শূন্য হয়, কটাক্ষ কুণালের (Kunal Ghosh)।

Updated By: Sep 6, 2021, 06:36 PM IST
By-Poll: সনিয়া-রাহুলের সঙ্গে কথা হয়েছে নেত্রীর, রাজ্য কংগ্রেস শূন্য: Kunal

নিজস্ব প্রতিবেদন: ভবানীপুরে 'ব্যক্তিগত মত'বদল করে মমতার (Mamata Banerjee) বিরুদ্ধে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)। প্রদেশ কংগ্রেসের সভাপতির সিদ্ধান্ত নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) কটাক্ষ, শূন্যের সঙ্গে শূন্য যোগ করলে শূন্যই হয়। একইসঙ্গে প্রদেশ নেতৃত্বের সঙ্গে হাইকম্যান্ডের যে ফারাক রয়েছে, তাও বুঝিয়ে দিয়েছেন কুণাল।       

২০২৪ সালে বিজেপি বিরোধী শক্তিশালী জোটের লক্ষ্যে জুলাই মাসে দিল্লিতে সনিয়ার বাসভবনে গিয়ে দেখা করে এসেছেন তৃণমূল নেত্রী। সনিয়া ও রাহুলের সঙ্গে কথা হয়েছে তাঁর। পরে বিরোধীদের নিয়ে সনিয়ার ডাকা ভার্চুয়াল বৈঠকেও যোগ দেন মমতা (Mamata Banerjee)। সেই মমতার বিরুদ্ধেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ নেতৃত্ব। এই প্রসঙ্গ তুলে কুণাল (Kunal Ghosh) বলেন,'এ বিষয়ে কংগ্রেস সম্পর্কে কিছু বলতে চাই না। কারণ জাতীয় ক্ষেত্রে কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে কথা হয়েছে আমাদের নেত্রীর। তাঁদের যোগাযোগ আছে। বিকল্প শক্তির গঠনের প্রক্রিয়াটি তাঁরা দেখছেন।' 

গত বিধানসভা ভোটে কংগ্রেস ও বামেদের শূন্য আসনপ্রাপ্তির কথা মনে করিয়ে কুণালের (Kunal Ghosh) খোঁচা, 'রাজ্য কংগ্রেস সম্পর্কে বলতে পারি শূন্যের সঙ্গে শূন্য যোগ করলে শূন্য হয়। শূন্যের সঙ্গে শূন্য গুণ করলে শূন্য হয়। শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হয়। বিষয়টি শূন্যের উপর দাঁড়িয়ে। তার লিটফলও শূন্য। এনিয়ে ভেবে আমরা কী করব!' 

আরও পড়ুন- Suvendu: সিঙ্গল বেঞ্চের রক্ষাকবচ-রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.