নিজস্ব প্রতিবেদন: নাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন কলকাতা শহর রাতভরের বৃষ্টি জল জমেছে বিভিন্ন এলাকায়। দুর্যোগের ফলে বেহাল অবস্থা সাধারণ মানুষের। জল নামাতে তৎপর কলকাতা পুরসভা। আগে থেকে পূর্বাভাস থাকলেও জলযন্ত্রনা থেকে অব্যাহতি পাওয়া যায়নি।এই বৃ্ষ্টির আবহেই ভবানীপুরে উপনির্বাচন। সে কারণেই দুর্যোগের মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে কমিশন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

*যে এলাকাগুলিতে জল জমে, সেগুলিকে চিহ্নিত করা হয়েছে।


*সেক্টর অফিসাররা এলাকা চিহ্নিত করে পরিদর্শন করেছেন। 


*সেই সমস্ত এলাকায় জল বের করার জন্য পাম্পের ব্যবস্থা করা হয়েছে। 


*প্রতিটি নিকাশি নালা পরিষ্কার করা হয়েছে। 


*সব পাম্পিং স্টেশন চালিয়ে রেখেছে পুরসভা।


আরও পড়ুন, Bhawanipur by-poll: নির্বাচন কমিশনের দ্বারস্থ বাম, প্রচারে বাধার অভিযোগ


*বিপর্যয় মোকাবিলা দফতরের দলকে প্রস্তুত রাখা হচ্ছে। 


*ভোটকর্মীদের দেওয়া হবে রেন কোট, প্রতিটি বুথে শেডের ব্যবস্থাও রাখা হচ্ছে। 


বলা যেতে পারে কলকাতা পুরসভাকে আগাম সতর্ক করা হয়েছিল। বেশকিছু বুথগুলোকে একতলা থেকে দোতলায় তুলে নিয়ে যাওয়া হয়েছে। ২৪ ঘণ্টা গাড়ির ব্যবস্থা করেছে কমিশন।


বৃষ্টিতে তারাতলা থেকে নিউ আলিপুর যাওয়ার রাস্তা এবং রামতনু লাহিড়ী রোড পুরোটাই জলমগ্ন। কিছু কিছু জায়গায় প্রায় হাঁটু সমান জল  আবার কিছু কিছু জায়গায় গোড়ালির ওপর পর্যন্ত জল। রাস্তায় জল ফুটপাতের ওপর উঠে এসেছে। এবং জলের জন্য রাস্তার দুধারে প্রায় সব দোকান বন্ধ রয়েছে।


অন্যদিকে, জলমগ্ন বাগুইহাটি থেকে শুরু করে একাধিক এলাকা। অশ্বিনী নগরের পরিস্থিতি ভয়ঙ্কর। রাতভর টানা বৃষ্টির কারণে হাঁটুজল। তারমধ্যে খোলা অবস্থায় রয়েছে ইলেকট্রিকের ট্রান্সফার বক্স। এতেই আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। গত সপ্তাহে দমদমে এমন ভাবেই লাইটপোস্টের বক্স খোলা থাকায় বিদুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় দুই স্কুল পড়ুয়ার।কলকাতা-সহ একাধিক জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার বওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)