'দিদি আমার বোন নেই, তুমি আমাকে ফোঁটা দেবে?' ফেসবুকে মমতা দিদির কাছে ভাইদের আবদার
সার্বজনীন বা বিশ্বজনীন বললে যা বোঝায় তার প্রকৃষ্ট উদাহরণ পশিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা থেকে গোটা ভারত যাকে এক নামে চেনে। 'বাংলার দিদি'। তামিলনাড়ূতে জয়ললিতার পরিচয় 'আম্মা'। তবে তা 'দিদিমণি'র মত জগত খ্যাতি পায়নি। আজ ১৩ নভেম্বর সারা ভারত জুড়ে এমনকি বিদেশেও পালিত হচ্ছে ভাই ফোঁটা পরব। এখন সারা বিশ্ব জুড়েই যার দাদা, ভাই রয়েছে তাঁর পক্ষে সবার কাছে গিয়ে ফোঁটা দেওয়াটা অলীক কল্পনা। দিদিমণিই এমন যিনি রাষ্ট্রপতিকে প্রণব দাদা বলে ডাকতে পারেন, আবার এই দিদিমণির খ্যাতিই এমন যে কমল হাসানকে বলতে হয়, "দিদি ডেকেছে, না এসে পারি?"। বাংলার 'দাদা'রা (সৌরভ গাঙ্গুলী, মিঠুন চক্রবর্তী...) তো দিদি অন্তপ্রাণ। রাখিতে বাদশাহের হাতে 'রক্ষা বন্ধন' বেঁধেছিলেন দিদিমণি। ভাই ফোঁটায় এসএমএস চালাচালিই সম্পন্ন। এই দিদির কাছেই এবার আবদার করছে ভাইরা। দিদি কি আবদার মেটাবে?
ওয়েব ডেস্ক: সার্বজনীন বা বিশ্বজনীন বললে যা বোঝায় তার প্রকৃষ্ট উদাহরণ পশিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা থেকে গোটা ভারত যাকে এক নামে চেনে। 'বাংলার দিদি'। তামিলনাড়ূতে জয়ললিতার পরিচয় 'আম্মা'। তবে তা 'দিদিমণি'র মত জগত খ্যাতি পায়নি। আজ ১৩ নভেম্বর সারা ভারত জুড়ে এমনকি বিদেশেও পালিত হচ্ছে ভাই ফোঁটা পরব। এখন সারা বিশ্ব জুড়েই যার দাদা, ভাই রয়েছে তাঁর পক্ষে সবার কাছে গিয়ে ফোঁটা দেওয়াটা অলীক কল্পনা। দিদিমণিই এমন যিনি রাষ্ট্রপতিকে প্রণব দাদা বলে ডাকতে পারেন, আবার এই দিদিমণির খ্যাতিই এমন যে কমল হাসানকে বলতে হয়, "দিদি ডেকেছে, না এসে পারি?"। বাংলার 'দাদা'রা (সৌরভ গাঙ্গুলী, মিঠুন চক্রবর্তী...) তো দিদি অন্তপ্রাণ। রাখিতে বাদশাহের হাতে 'রক্ষা বন্ধন' বেঁধেছিলেন দিদিমণি। ভাই ফোঁটায় এসএমএস চালাচালিই সম্পন্ন। এই দিদির কাছেই এবার আবদার করছে ভাইরা। দিদি কি আবদার মেটাবে?
ফেসবুকে ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে লাইকের সংখ্যাটা এখনও পর্যন্ত ৫৩, ২৫৮। কমেন্ট ১ হাজার ৩৫০। শুভেচ্ছোর পাল্টা শুভেচ্ছা যেমন আছে তেমন আছে আবাদার। দিদি গুণ মুগ্ধ এক ভাইয়ের আবদার, 'দিদি আমার বোন নেই, তুমি আমাকে ফোঁটা দেবে'? আবদারের লিস্টে আছে সূর্যকান্ত মিশ্রকেও ফোঁটা দিক দিদি। এক ভাই আবার ফেসবুকেই ফোঁটা দিতে অনুরোধ করেছেন। এখন এটাই দেখার দিদি কি ভাইদের আবদার মেটাবেন?