ধর্মঘটে মালদহে গাড়ি ভাঙচুর করছে পুলিসই, দেখুন সেই বিস্ফোরক ভিডিয়ো

ধর্মঘটকে কেন্দ্র করে রণক্ষেত্রে মালদহের সুজাপুর। 

Updated By: Jan 8, 2020, 06:19 PM IST
ধর্মঘটে মালদহে গাড়ি ভাঙচুর করছে পুলিসই, দেখুন সেই বিস্ফোরক ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন: মালদহের সুজাপুরে ধর্মঘটকে কেন্দ্র করে বাঁধল ধুন্ধুমার। রণক্ষেত্রের চেহারা নিল জাতীয় সড়ক। পুলিসের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ করেছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। একটি ভাইরাল ভিডিয়োয় দেখা গেল, গাড়ি ভাঙচুর করছেন উর্দিধারীরা। প্রশ্ন উঠছে, ধর্মঘটীদের উপরে দায় চাপাতেই কি এমন পন্থা নিল পুলিস?    

 

ধর্মঘট কেন্দ্র করে এদিন সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে মালদহের সুজাপুর। ১০টা নাগাদ ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বাম-কংগ্রেস কর্মীরা। প্রায় দেড় ঘণ্টা পর অবরোধ তুলতে নামে পুলিসের বিশাল বাহিনী। 

আগেই এনআরসি, সিএএ নিয়ে ক্ষোভ ছিল এলাকায়। তার রেশ পড়ে এদিন ধর্মঘটে। পুলিসকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকেন ধর্মঘটীরা। পরিস্থিতি আয়ত্বের বাইরে চলে যাচ্ছে দেখে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিস, শূন্য গুলিও চালানো হয়। জ্বালিয়ে দেওয়া হয় পুলিসের ২টি গাড়ি। এর মধ্যেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গাড়ি ভাঙচুর করছে উর্দিধারীরা। প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি পুলিস। ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা ডিজিটাল। 

আরও পড়ুন- মানসিক হাসপাতালে দীর্ঘকালীন চিকিৎসায় সুস্থ হতে পারেন দিলীপ: CPI(ML) লিবারেশন

.