রাজ্যে তৃণমূলের পাল্টা হিংসার নিন্দা বামফ্রন্টের
দিল্লিতে রাজ্যের অর্থমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ প্রদর্শনের পাল্টা হিসাবে জেলায় জেলায় সিপিআইএমের কার্যালয়ে হামলা চলছে বলে আরও একবার অভিযোগ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বুধবার সাংবাদিক বৈঠক করে তিনি বলেন,`শুধু কোচবিহারেই ১০৫টি বামপন্থী কার্যালয়ে আক্রমণ চালানো হয়েছে। রাজ্যজুড়ে সংখ্যাটা প্রায় হাজার।"
দিল্লিতে রাজ্যের অর্থমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ প্রদর্শনের পাল্টা হিসাবে জেলায় জেলায় সিপিআইএমের কার্যালয়ে হামলা চলছে বলে আরও একবার অভিযোগ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বুধবার সাংবাদিক বৈঠক করে তিনি বলেন,`শুধু কোচবিহারেই ১০৫টি বামপন্থী কার্যালয়ে আক্রমণ চালানো হয়েছে। রাজ্যজুড়ে সংখ্যাটা প্রায় হাজার।"
এর পাশাপাশি শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দাবি জানান বিমান বাবু। এই মর্মে রাজ্য প্রশাসনকেও অনুরোধ জানানো হয়েছে বামফ্রন্টের তরফে। সুদীপ্ত গুপ্তর পুলিস হেফাজতে মৃত্যুর প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিতে অমিত মিত্রকে হেনস্থা করার নিন্দা করেছে রাজ্য বামফ্রন্ট। বিমান বাবু বলেন এই ঘটনার নিন্দায় মুখর হয়েছে পলিটব্যুরোও। সুদীপ্ত গুপ্তর মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের দাবিতে বামেরা যে অনড় তাও একবার স্পষ্ট করে দিয়েছেন বিমান বসু।
অবিলম্বে পঞ্চায়েত নির্বাচন করার ডাক দিয়েছে রাজ্য বামফ্রন্ট। পঞ্চায়েত নির্বাচনের দাবিতে রাজ্যজুড়ে আন্দোলনে নামছে বামেরা। এ দিন একথা ঘোষণা করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান। জেলায় জেলায় আইন অমান্য কর্মসূচি করা হবে বলেও জানিয়েছেন তিনি।