শহরের দুই প্রান্তে আক্রান্ত বিজেপি- বেহালায় হাতাহাতি, বরানগরে ছেঁড়া হল পোস্টার
শহরের দুই প্রান্তে ফের আক্রান্ত বিজেপি। আহত ১০ কর্মী সমর্থক। দুজনের অবস্থা আশঙ্কাজনক। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে।
ওয়েব ডেস্ক: শহরের দুই প্রান্তে ফের আক্রান্ত বিজেপি। আহত ১০ কর্মী সমর্থক। দুজনের অবস্থা আশঙ্কাজনক। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে।
প্রথম ঘটনা বেহালার। ভাটিখানা মোড়ে সভা করছিল বিজেপি। আচমকাই দল বেধে সেখানে হাজির হয় ৩০-৪০ জন তৃণমূল কর্মী সমর্থক। অভিযোগ, বিজেপি কর্মীদের ও ঝাঁপিয়ে পড়ে তারা। দুপক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায়। তৃণমূল কর্মীদের আক্রমণে আহত হয় পাঁচজন বিজেপি কর্মী। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দ্বিতীয় ঘটনা বরানগরের। RBD স্কুলের সামনে জনধন প্রকল্পের প্রচার করছিল বিজেপি কর্মী সমর্থকরা। অভিযোগ, সেসময় তৃণমূল কর্মীরা তাদের বাধা দেয়। মাইক ভেঙে দেওয়া হয়। প্ল্যাকার্ড, ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয়। আহত হয় পাঁচ বিজেপি কর্মী। বরানগর থানায় বিজেপির তরফে অভিযোগে দায়ের করা হয়েছে। গোটা এলাকায় উত্তেজনা রয়েছে।