মেটিয়াবুরুজে গুলিকাণ্ডে গ্রেফতারির জন্য মুখ্যমন্ত্রীকে ২৪ ঘণ্টার সময়সীমা দিলেন কৈলাস

বীর বাহাদুর সিং নামে আমাদের যে কর্মী গুলিবিদ্ধ হয়েছেন তিনি ওখানে একটি টোলে পড়ান। কেউ যদি মনে করে থাকেন বিজেপি কর্মীদের ধমকে, ভয় দেখিয়ে বাগে আনা যাবে, তাহলে ভুল করছেন। 

Updated By: Dec 4, 2019, 01:14 PM IST
মেটিয়াবুরুজে গুলিকাণ্ডে গ্রেফতারির জন্য মুখ্যমন্ত্রীকে ২৪ ঘণ্টার সময়সীমা দিলেন কৈলাস

নিজস্ব প্রতিবেদন: মেটিয়াবুরুজে বিজেপি কর্মী বীর বাহাদুর সিংয়ের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অপরাধীদের গ্রেফতারির জন্য মুখ্যমন্ত্রীকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। বুধবার এক বিবৃতিতে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে কৈলাস বলেন, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার না হলে পথে নামবে বিজেপি। 

এদিন গুলিবিদ্ধ বিজেপি কর্মী বীর বাহাদুর সিংয়ের বাড়ি যান কৈলাস। এর পর তিনি বলেন, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন, তাঁর বিধানসভা কেন্দ্র মিনি পাকিস্তান। আর সেই মিনি পাকিস্তানে গুলিবিদ্ধ হয়েছেন বিজেপির কর্মী। মেটিয়াবুরুজে ওই বস্তিতে ৫০০টি হিন্দু পরিবার থাকে। তাদের চারদিক থেকে ঘিরে বাস করে মুসলিমরা। হিন্দুদের ঘরছাড়া করার জন্য যাবতীয় চেষ্টা চালানো হচ্ছে। 

রাম মন্দিরের ফয়দা তুলতে কলকাতায় সন্ন্যাসীদের সমাবেশ আয়োজন করবে VHP

বীর বাহাদুর সিং নামে আমাদের যে কর্মী গুলিবিদ্ধ হয়েছেন তিনি ওখানে একটি টোলে পড়ান। কেউ যদি মনে করে থাকেন বিজেপি কর্মীদের ধমকে, ভয় দেখিয়ে বাগে আনা যাবে, তাহলে ভুল করছেন। 

সোমবার সকাল ৯.৩০ মিনিট নাগাদ মেটিয়াবুরুজ থানা থেকে ১০০ মিটার দূরে গুলিবিদ্ধ হন বিজেপি কর্মী বীর বাহাদুর সিং। দুষ্কৃতীদের ছোড়া গুলি তাঁর পিঠ ফুঁড়ে ঢুকে যায়। এসএসকেএম-এ চিকিৎসাধীন বীর বাহাদুর। ঘটনায় এখনো গ্রেফতার হয়নি কেউ। 

কৈলাস বিজয়বর্গীয়র দাবি, স্থানীয় কাউন্সিলর রহমত আনসারির বিরুদ্ধে একাধিক খুনের অভিযোগ রয়েছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হওয়ায় তাঁকে জামাই আদরে রেখেছে পুলিস। গ্রেফতার করা হচ্ছে না গুলিচালনায় অভিযুক্তদের। 

এর পরই মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে কৈলাস বলেন, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার না হলে পথে নামবে বিজেপি। 

.