রাজ্য বিজেপির সদস্য সংখ্যা এ বার রেকর্ড ছুঁল

তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে বিজেপির ভোট একবারই মাত্র পৌছেছিল চার শতাংশে। গত পঞ্চায়েত ভোটেই সেই শতকরা হার নেমে আসে অনেকটা। কিন্তু মোদী ঝড়ে বিজেপির ভোট একধাক্কায় পৌছে যায় ১৭ শতাংশে।

Updated By: Jun 21, 2014, 10:48 AM IST

রাজ্য বিজেপির সদস্য সংখ্যা এ বার রেকর্ড ছুঁল

রাজ্য বিজেপির সদস্য সংখ্যা এবার রেকর্ড ছুঁল। লোকসভা ভোটের পর রাজ্য বিজেপির সদস্য সংখ্যা বেড়েছে প্রায় দু লাখ। এর মধ্যে সিংহভাগ এসেছে বামেদের ঘর থেকে। তৃণমূল বদলেও বিজেপিতে যোগ দিচ্ছেন অনেকে। সেই তুলনায় কংগ্রেসের ঘরে ভাঙনের সংখ্যা কম।

তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে বিজেপির ভোট একবারই মাত্র পৌছেছিল চার শতাংশে। গত পঞ্চায়েত ভোটেই সেই শতকরা হার নেমে আসে অনেকটা। কিন্তু মোদী ঝড়ে বিজেপির ভোট একধাক্কায় পৌছে যায় ১৭ শতাংশে।

পশ্চিমবঙ্গের বুকে এভাবে মোদীঝড় যে আছড়ে পড়তে পারে তা বুঝতে পারেননি বিজেপির নেতাও। শুধুমাত্র সতরো শতাংশ ভোট পাওয়া নয়, এখন প্রতিদিন বাড়ছে বিজেপির সদস্য সংখ্যা।

বিজেপির সদস্য হওয়ার নিয়ম --

কুড়ি টাকা দিয়ে প্রথমে প্রাথমিক সদস্য। তবে তার জন্য জেলার নেতার অনুমোদনের প্রয়োজন হয়।

এরপর সক্রিয় সদস্য। দু বছর সংগঠনের কাজ করার পর এবং কুড়ি দিন দলীয় কাজে বাইরে থাকার পরই মেলে সক্রিয় সদস্য পদ।

একঝলকে দেখে নেওয়া যাক বিজেপির গত চার বছরে সদস্যপদের খতিয়ান

২০১০- ৯০ হাজার সদস্য

২০১২-সদস্য সংখ্যা বেড়ে হয় ২ লক্ষ ৬৮ হাজার

২০১৪- সদস্য সংখ্যা পৌছয় ৪ লক্ষ ৮৬ হাজারে

গত দেড়মাসে সদস্য বেড়েছে ১ লক্ষ ৯২ হাজার।

কোন দল থেকে আসছে অধিকাংশ সদস্য?

তথ্য বলছে, সবচেয়ে বেশি ভাঙন দুই মেদিনীপুর, বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনা জেলায়। পঞ্চায়েত সদস্য সহ বহু বাম সমর্থকেরা বিজেপিতে যোগ দিয়েছেন। মালদা, কোচবিহার, জলপাইগুড়ি এই তিন জেলায় তৃণমূলের ভাঙন সবচেয়ে বেশি। হুগলিতেও তৃণমূলের বহু কর্মী তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলে বিজেপির দাবি।

.