নারী নির্যাতনের প্রতিবাদে ৩০ ঘণ্টার অনশন বিজেপি মহিলা মোর্চার
অনশনের দ্বিতীয় দিন।
নিজস্ব প্রতিবেদন: মহিলাদের উপর নির্যাতন ও পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের সন্ত্রাসের প্রতিবাদে তৃণমূল মহিলা মোর্চার অনশন শনিবার দ্বিতীয় দিনে পড়ল। ৩০ ঘণ্টার অনশন বিক্ষোভে যোগ দিয়েছেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়-সহ সংগঠনের নেতাকর্মীরা।
পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলের মহিলাপ্রার্থীদের উপরে মারধরের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। এনিয়ে সোচ্চার হন বিজেপির মহিলা মোর্চার নেত্রী লকেট চট্টোপাধ্যায়। বলেন,''নির্মম অত্যাচার চলছে। চুলির মুঠি ধরে মারধর করা হচ্ছে। মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলাদের উপরে অত্যাচার করা হচ্ছে। ওনার দুষ্কৃতীরাই এসব করছে। অথচ উনি বলছেন, একশো শতাংশ পঞ্চায়েত জিতব। বিরোধীদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেছেন। তার মানে, উনি বলতে চাইছেন, যেমন চলছে, সেটাই যাতে চলে। এটা আমরা সহ্য করব না।''
আরও পড়ুন- নির্ভুল যন্ত্র প্রমাণে সদ্যোজাতের লিঙ্গচ্ছেদ করলেন হাতুড়ে চিকিত্সক