রাজ্যপাল-মুখ্যমন্ত্রী বৈঠকে ধনখড়ের ভূমিকায় কার্যত না-খুশ রাজ্য় বিজেপি

রাজ্য়পালের সঙ্গে মুখ্য়মন্ত্রীর বৈঠকে সন্তুষ্ট নয় রাজ্য় বিজেপি।

Updated By: Feb 17, 2020, 09:59 PM IST
রাজ্যপাল-মুখ্যমন্ত্রী বৈঠকে ধনখড়ের ভূমিকায় কার্যত না-খুশ রাজ্য় বিজেপি

নিজস্ব প্রতিবেদন: রাজ্য়পাল-মুখ্য়মন্ত্রী বৈঠক নিয়ে জগদীপ ধনখড়ের ভূমিকা নিয়ে কার্যত প্রশ্ন তুলল রাজ্য় বিজেপি। রাজ্য়ের সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর প্রশ্ন, বাংলায় বিজেপিকে মিটিং-মিছিল করতে দেওয়া হচ্ছে না, এটা নিয়ে কি বৈঠকে আলোচনা হয়েছে? 

রাজ্য়পালের সঙ্গে একাধিক বিষয় নিয়ে সংঘাত লেগেই রয়েছে রাজ্য় সরকারের। এহেন পরিস্থিতিতে সোমবার বেলা ১২ নাগাদ রাজভবনে গিয়ে ১ ঘণ্টা ধনখড়ের সঙ্গে বৈঠকে বসলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বৈঠকের পর ধনখড় টুইট করে জানিয়ে দেন,''মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সন্তোষজনক হয়েছে।''  

রাজ্য়পালের সঙ্গে মুখ্য়মন্ত্রীর বৈঠকে সন্তুষ্ট নয় রাজ্য় বিজেপি। রাজ্য়ের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ''আমাদের মৌলিক প্রশ্ন পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। গণতান্ত্রিক আধিকার  বিজেপিকে কেন দেওয়া হচ্ছে না? আমায় মাথাভাঙায় কেন আটকাল? দিলীপ ঘোষকে আটকানো হচ্ছে।  দক্ষিণ কলকাতায় মিছিল করতে গেলে কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়কে গ্রেফতার করা হচ্ছে। এটা গণতান্ত্রিক অধিকারে বাধা নয়? জলপাইগুড়িতে মিছিল করতে দিচ্ছে না। ওইদিনই দুর্গাপুরে মিছিল করছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। কেন এই দ্বিচারিতা? এই প্রশ্নটা কি তুলেছেন রাজ্য়পাল?''

গত কয়েক মাসে নানা কারণে রাজ্য়পাল-রাজ্য় সরকারের সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। অতিসম্প্রতি কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য দেবকুমার মুখোপাধ্য়ায়কে শোকজ করেন রাজ্য়পাল। কারণ, বিশ্ববিদ্য়ালয়ের সমাবর্তনের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে আচার্যের নাম ছিল না। ঠিক সেই সময়ে রাজ্য়পালের সঙ্গে মুখ্য়মন্ত্রীর বৈঠক তাত্পর্যপূর্ণ।

আরও পড়ুন- দেনায় ডুবছে রাজ্য, কর্মীদের ডিএ-র টাকা নেই, করদাতাদের টাকায় প্রশান্তকে নিরাপত্তা: দিলীপ

.